হোম > জীবনধারা > গ্যাজেট

ফেসবুকের দ্বিগুণের বেশি মুনাফা করেছে অ্যাপল

ঢাকা: করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির শুরু থেকেই বেড়েছে আইফোন বিক্রি। বিশেষ করে চীনে ব্যাপকভাবে এই স্মার্টফোন বিক্রি হওয়ায়  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের চেয়ে দ্বিগুণের বেশি মুনাফা অর্জন করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।  

অ্যাপলের পক্ষ থেকে বলা হয়েছে, এই ফলাফলের কারণে আগামী দিনগুলো নিয়ে আশাবাদী কোম্পানিটি। এদিকে প্রতিদ্বন্দ্বী কোম্পানি  ফেসবুকও বাম্পার রাজস্ব আয় এবং মুনাফা অর্জনের কথা জানিয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমটি সতর্ক করে বলছে, অ্যাপলের সর্বশেষ যে অপারেটিং সিস্টেম (আইওএস ১৪.৫) প্রকাশ করেছে সেটির ব্যক্তিগত নিরাপত্তাকে প্রাধান্য দেওয়ার কারণে চলতি বছরের বাকি দিনগুলোতে ফেসবুকের আয় হ্রাস পেতে পারে।

করোনা মহামারির শুরু থেকে অ্যাপলের আইফোন, অন্যান্য ডিভাইস এবং অ্যাপ বিক্রি বেড়েছে। কারণ বেশিরভাগ মানুষই অনলাইনের মাধ্যমে কাজ, কেনাকাটা সেরেছেন। 

অ্যাপলের পক্ষ থেকে বলা হচ্ছে, গ্রাহকরা অ্যাপলের নতুন ৫জি ফোনগুলো কিনছেন। ফাইভজি ফোন গত বছর বাজারে আনে অ্যাপল। বাড়ি থেকে কাজ করা এবং পড়াশোনার জন্য ম্যাক কম্পিউটার এবং আইপ্যাডের বিক্রিও বেড়েছে। এছাড়া মহামারিতে ফিটনেস এবং মিউজিক অ্যাপসের বিক্রি বেড়েছে বলে জানিয়েছে অ্যাপল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনে প্রায় দ্বিগুণ বেড়েছে অ্যাপলের বিক্রি। এছাড়া পুরো বিশ্বে চলতি বছরের প্রথম তিন মাসে (প্রথম প্রান্তিক) অ্যাপল ৮৯ দশমিক ৬ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে। যা গত বছরের চেয়ে ৫০ শতাংশেরও বেশি। চলতি বছরের প্রথম তিন মাসে  অ্যাপল ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে। যা গত বছর একই সময় ছিল ১১  দশমিক ৩ বিলিয়ন ডলার।

এদিকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আয়ের মূল উৎস হলো বিজ্ঞাপন বিক্রি। বছরের প্রথম তিন মাসে এই কোম্পানিটিও বাম্পার রাজস্ব এবং মুনাফা অর্জন করেছে।  বিবিসি বলছে, ফেসবুক চলতি বছরের প্রথম তিন মাসে ২৬ দশমিল ১৭ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে। আর মুনাফা হয়েছে ৯ দশমিক ৫ বিলিয়ন ডলার। ফেসবুক বলছে, বছরের প্রথম তিন মাসে তাদের মুনাফা অর্জনের হার দ্বিগুণ বেড়েছে।

রিয়েলমিতে আসছে বিখ্যাত রিকো ইমেজিংয়ের ক্যামেরা

মেটা কানেক্ট সম্মেলনে তিন স্মার্ট চশমাসহ যেসব ঘোষণা দিলেন জাকারবার্গ

অ্যাপলের নতুন চমক আইফোন এয়ার: ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর

কেমন হলো বহুল আলোচিত আইফোন ১৭ এয়ার, দাম ও স্পেসিফিকেশন

আইফোন ১৭ এয়ারসহ যেসব পণ্য আনল অ্যাপল, ফিচার ও দাম জানুন

আইফোন ১৭ সিরিজের মডেলগুলোর দাম কেমন হবে

স্যামসাংয়ের ওয়ান ইউআই ৮ বেটা উন্মুক্ত, আপডেট পাবে যেসব ডিভাইস

ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড গড়ল বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি

আলোচনায় আইফোন ১৭ প্রোর রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার

পিক্সেল ১০ সিরিজসহ গুগলের নতুন পণ্যের ঘোষণা, দাম ও ফিচার