হোম > জীবনধারা > গ্যাজেট

বেশিক্ষণ চার্জ থাকে যে ট্যাবলেট ডিভাইসগুলোতে

প্রযুক্তি ডেস্ক

ঢাকা: স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট ডিভাইসগুলো গ্রাহকেদের কাছে বেশ জনপ্রিয়। শিশু কিশোররা গেম খেলা আর কার্টুন দেখার জন্য এই ট্যাব ব্যবহার করে থাকে। আবার অনেকে এতে অফিশিয়াল কাজ করে থাকে। বেশিক্ষণ চার্জ থাকলে ট্যাব ব্যবহারে স্বাচ্ছন্দ্য পাওয়া যায়। ট্যাবের চার্জ কতক্ষণ থাকবে তা নির্ভর করে ট্যাবের ব্যাটারির ক্ষমতার ওপর। ব্যাটারির এমএএইচের মান যত বেশি তার চার্জ তত বেশিক্ষণ থাকবে।

বেশিক্ষণ চার্জ থাকে এমন কিছু ট্যাবলেট

  • অ্যাপল আইপ্যাড ১০.২ এ আছে ৮৮২৭ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। এর দাম ৩৬৭৯২ টাকা। এতে আছে ১.২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল স্টান্ডার্ড ক্যামেরা; ডিসপ্লে ১০.২ ইঞ্চি।
  • লেনোভো প্যাড প্রো তে আছে ৮৬০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। এর দাম ৩২৭৬০ টাকা; ডিসপ্লে ১১.৫ ইঞ্চি।
  • গ্যালাক্সি ট্যাব এ ১০.৫ তে আছে ৭৩০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। ট্যাবটির দাম ৩২৫৫০ টাকা। এতে আছে ৩ জিবি রম, ৩২ জিবি র‍্যাম; ডিসপ্লে ১০.৫ ইঞ্চি।
  •  গ্যালাক্সি ট্যাব এস ৪ ১০.৫ এ আছে ৭৩০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। এর দাম ৬৯০০০ টাকা। এটিতে আছে ৪ জিবি রম; ৬৪ ও ২৫৬ জিবি র‍্যাম। এর ডিসপ্লে ১০.৫ ইঞ্চি।
  • হুয়াওয়ে মিডিয়াপ্যাড এম ৫ ১০ এ আছে ৭৫০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। দাম ৩৭৫০০ টাকা। এতে আছে ৪ জিবি রম; ৩২,৬৪ ও ১২৮ জিবি র‍্যাম। ডিসপ্লে ১০.৮ ইঞ্চি।
  •  হুয়াওয়ে মিডিয়াপ্যাড এম ৫ লাইটে আছে ৭৫০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। এর দাম ২৯৯৯০ টাকা। এর রম ৩,৪ জিবি; র‍্যাম ৩২,৬৪ জিবি। ডিসপ্লে ১০.১ ইঞ্চি।
  • শাওমি এমআই প্যাড ৪ প্লাসে আছে ৮৬২০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। ২৮৭০০ টাকা দামের এ প্যাডে আছে ৪ জিবি রম, ১২৮ জিবি র‍্যাম। ডিসপ্লে ১০.১ ইঞ্চি।
  •  শাওমি রেডমি প্যাড ৫জি তে আছে ৭২৫০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। এর দাম ৪০,০০০ টাকা। আছে ৪,৬ জিবি রম; ৬৪,১২৮ জিবি র‍্যাম এবং ১০.৪ ইঞ্চি ডিসপ্লে।
  •  টিসিএল এনএক্সটি পেপারে আছে ৮০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। ২৪,০০০ টাকা দামের এ ফোনে রম ৩ জিবি, র‍্যাম ৩২ জিবি এবং ডিসপ্লে ১০.১ ইঞ্চি।
  •  টিসিএল ট্যাব ১০ এসে আছে ৮০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। এর দাম ১৯,০০০ টাকা। আছে ৪,৬ জিবি রম; ৬৪,১২৮ জিবি র‍্যাম এবং ১০.১ ইঞ্চি ডিসপ্লে।
  • টিসিএল ১০ ট্যাব ম্যাক্সে আছে ৮০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। ট্যাবটির দাম ২৬,০০০ টাকা। এতে আছে ৩ জিবি রম, ৩২ জিবি র‍্যাম এবং ১০.৪ ইঞ্চি ডিসপ্লে।

রিয়েলমিতে আসছে বিখ্যাত রিকো ইমেজিংয়ের ক্যামেরা

মেটা কানেক্ট সম্মেলনে তিন স্মার্ট চশমাসহ যেসব ঘোষণা দিলেন জাকারবার্গ

অ্যাপলের নতুন চমক আইফোন এয়ার: ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর

কেমন হলো বহুল আলোচিত আইফোন ১৭ এয়ার, দাম ও স্পেসিফিকেশন

আইফোন ১৭ এয়ারসহ যেসব পণ্য আনল অ্যাপল, ফিচার ও দাম জানুন

আইফোন ১৭ সিরিজের মডেলগুলোর দাম কেমন হবে

স্যামসাংয়ের ওয়ান ইউআই ৮ বেটা উন্মুক্ত, আপডেট পাবে যেসব ডিভাইস

ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড গড়ল বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি

আলোচনায় আইফোন ১৭ প্রোর রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার

পিক্সেল ১০ সিরিজসহ গুগলের নতুন পণ্যের ঘোষণা, দাম ও ফিচার