হোম > জীবনধারা > গ্যাজেট

পরবর্তী প্রজন্মের ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট তৈরি করছে সনি

প্রযুক্তি ডেস্ক

প্লেস্টেশন ফাইভ কনসোলের জন্য পরবর্তী প্রজন্মের ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট বাজারে আনতে যাচ্ছে সনি গ্রুপ করপোরেশন। নতুন এই হেডসেটে কী ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যাবে তা এক বিবৃতিতে জানিয়েছে টোকিওভিত্তিক এই প্রতিষ্ঠান। ব্যবসার এই নতুন ক্ষেত্রে প্রযুক্তি জায়ান্টদের ক্রমবর্ধমান দাপটের মধ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে চাইছে জাপানের এই কোম্পানি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ডিভাইসে থাকবে একটি অরগানিক এলইডি ডিসপ্লে। এতে একটি ইন্টিগ্রেটেড ক্যামেরা ব্যবহার করা হবে, যা প্লেয়ারদের ট্র্যাক করতে সাহায্য করবে। তা ছাড়া এতে যুক্ত থাকবে একটি বিল্ট-ইন হেডসেট মোটর ও ভার্চুয়াল রিয়্যালিটি সেন্স কন্ট্রোলার, যার মাধ্যমে গেমাররা নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করতে পারবে।

বাজারে এই হেডসেটের মূল্য কত হবে বা কবে তা বাজারে পাওয়া যাবে, সে বিষয়ে কিছুই জানায়নি সনি। তবে এই ডিভাইসের মাধ্যমে গেমাররা ভিন্ন এক স্বাদ পাবে উল্লেখ করে এক বিবৃতিতে সনি জানিয়েছে, এর সংবেদনশীলতা অন্য যেকোনো ভিআর হেডসেটের তুলনায় অনেক গুণ বেশি হবে। তা ছাড়া হরাইজন ফ্র্যাঞ্চাইজির ‘হরাইজন কল অব দ্য মাউন্টেন’ নামের গেম এই ডিভাইসের সঙ্গে দেওয়া হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।

২০১৬ সালে প্রথম ভিআর হেডসেট বাজারে আনে সনি। তবে প্লেস্টেশন ফোরের জন্য তৈরি করা ওই ডিভাইস গেমারদের মধ্যে খুব একটা সাড়া ফেলতে পারেনি।

গত বছর মেটাভার্স তৈরির ঘোষণায় মেটা ইনকরপোরেশন জানিয়েছিল, মেটাভার্স তৈরিতে বেশ জোরেশোরেই মাঠে নেমেছে তারা। ভোক্তারাও ভবিষ্যতে মেটাভার্স ও ভার্চুয়াল রিয়্যালিটির মতো কৃত্রিম দুনিয়ায় আরও বেশি সময় ব্যয় করবে বলে ধারণা করা হচ্ছে। সেখানে ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেটের ভূমিকা অপরিহার্য হবে বলেই মত বিশ্লেষকদের।

রিয়েলমিতে আসছে বিখ্যাত রিকো ইমেজিংয়ের ক্যামেরা

মেটা কানেক্ট সম্মেলনে তিন স্মার্ট চশমাসহ যেসব ঘোষণা দিলেন জাকারবার্গ

অ্যাপলের নতুন চমক আইফোন এয়ার: ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর

কেমন হলো বহুল আলোচিত আইফোন ১৭ এয়ার, দাম ও স্পেসিফিকেশন

আইফোন ১৭ এয়ারসহ যেসব পণ্য আনল অ্যাপল, ফিচার ও দাম জানুন

আইফোন ১৭ সিরিজের মডেলগুলোর দাম কেমন হবে

স্যামসাংয়ের ওয়ান ইউআই ৮ বেটা উন্মুক্ত, আপডেট পাবে যেসব ডিভাইস

ঘণ্টায় ৪৭২.৪১ কিলোমিটার গতির রেকর্ড গড়ল বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি

আলোচনায় আইফোন ১৭ প্রোর রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার

পিক্সেল ১০ সিরিজসহ গুগলের নতুন পণ্যের ঘোষণা, দাম ও ফিচার