হোম > প্রযুক্তি

বাটনবিহীন স্মার্টফোন বানাচ্ছে শাওমি

আধুনিক যুগে বাটন ফোন খুব কম মানুষই ব্যবহার করেন। এর বদলে টাচস্ক্রিনের স্মার্টফোনই বেশি জনপ্রিয়। তবে স্মার্টফোনগুলোতে সাধারণত ভলিউম ও পাওয়ার বাটন থাকে। এবার স্মার্টফোনের পুরোনো ধারণাকে একেবারে পাল্টে দেবে শাওমি। কারণ বাহ্যিক বাটনবিহীন স্মার্টফোন তৈরি করছে চীনের এই প্রযুক্তি কোম্পানি। 

প্রায় দেড় বছর শাওমি একটি বাটনবিহীন ফোন নিয়ে কাজ করছিল বলে জানা যায়, যার কোড নেম ‘ওয়াংশু’। ডিভাইসটিকে ব্র্যান্ডের প্রথম বাটনবিহীন মডেল হিসেবে ভাবা হয়েছিল। এটি আর উন্মোচন করেনি কোম্পানিটি। তবে আবারও বাটনবিহীন ফোন বাজারে আনতে চাইছে শাওমি। 

নতুন বাটনবিহীন স্মার্টফোনটির কোডনেম ‘ঝুবে’। ফোনটি শাওমির মিক্স সিরিজের অন্তর্ভুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। এই নতুন মডেল ‘ওয়াংশু’র চেয়ে আরও উন্নত প্রযুক্তি ও বৈশিষ্ট্য নিয়ে আসবে। ‘ঝুবে’ কোড নেমের এই স্মার্টফোনটি সম্পূর্ণভাবে বাটনবিহীন হবে এবং এতে থাকবে আধুনিক সেন্সর প্রযুক্তি, যা চোখের মুভমেন্ট এবং হাতের ইশারার মাধ্যমে ফোনের বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ করতে পারবে। 

এর আগে ‘ওয়াংশু’র প্রোটোটাইপের একটি ছবি তৈরি চীনের কুলএপিকে ফোরামে প্রকাশ করা হয়। ছবি থেকে বোঝা যায়, স্মার্টফোনের গায়ে কোনো বাটন নেই। এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিকে আন্ডার স্ক্রিন ক্যামেরা রয়েছে। অর্থাৎ ক্যামেরাটি স্ক্রিনের নিচে লুকানো। এতে ২কে ১২০ হার্টজ এলটিপিও ডিসপ্লে, ৪৫০০ এমএএইচ ব্যাটারি, এতে ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও থাকবে। 
 
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাটনবিহীন ফোনটি ২০২৫ সালে এপ্রিল ও জুন মাসে বাজারে আসতে পারে। 

বর্তমানে বাজারে থাকা স্মার্টফোনগুলো যেমন রিয়েলমি বিভিন্ন ইনবিল্ট প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের হাতের ইশারার মাধ্যমে মেনু এবং অ্যাপস চালানোর সুবিধা দিচ্ছে।

এ ছাড়া অ্যাপলে নতুন সংস্করণের অপারেটিং সিস্টেম আইওএস ১৮ সমর্থিত কিছু নির্বাচিত আইফোন মডেলে চোখের নড়াচড়ার মাধ্যমে কিছু ফিচার ব্যবহারের সুবিধা দেবে। তবে প্রযুক্তিগুলো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। 

যেহেতু শাওমি এখনো বাটনবিহীন ফোনের বিষয়টি নিশ্চিত করেনি, তাই তথ্যগুলো একটু সতর্কতার সঙ্গে গ্রহণ করা উচিত। যদিও কিছু ফাঁস হওয়া ছবি এই ধরনের ফোনের অস্তিত্বের ইঙ্গিত দেয়, তবু এটি নিশ্চিত করা যায় না যে এই ফোন বাজারে ছাড়া হবে।

শাওমি অতীতে বেশ কয়েকটি বাটনবিহীন প্রোটোটাইপ পরীক্ষার পরও সেগুলোর বাজারে আনতে ব্যর্থ হয়েছে। 

তথ্যসূত্র: হিন্দুস্তানি টাইমস, গিজ চায়না

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি