হোম > প্রযুক্তি

বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বাড়াচ্ছে বিএমডব্লিউ

প্রযুক্তি ডেস্ক

অতিরিক্ত কার্বন নিঃসরণে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবীর বায়ুমণ্ডল। এতে নিশ্চিতভাবেই হুমকির মুখে পড়বে ভবিষ্যৎ প্রজন্ম। কারণ, জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমশই বাসযোগ্যতা হারাচ্ছে পৃথিবী। তাই কার্বন নিঃসরণ কমাতে বিশ্বব্যাপী বেশ জোরেশোরেই আওয়াজ উঠছে জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানোর। কিছু দেশে তেলনির্ভর গাড়ির ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এই পরিস্থিতি মোকাবিলায় বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ।

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে বহু দেশ ও শহরে জ্বালানি তেলনির্ভর গাড়ি নিষিদ্ধ হয়েছে। এ পরিপ্রেক্ষিতে অনেক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে। এই দলে রয়েছে বিএমডব্লিউ।

বৈশ্বিক উষ্ণতা কমাতে ২০৩৫ সালের মধ্যে ইউরোপজুড়ে তেলনির্ভর গাড়ির বদলে বৈদ্যুতিক গাড়ি চালুর লক্ষ্য নির্ধারণ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এরপরই ইউরোপে তেলনির্ভর গাড়ির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করবে তারা। এ অবস্থায় বৈদ্যুতিক গাড়ির উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএমডব্লিউ।

বিএমডব্লিউর প্রধান নির্বাহী অলিভার জিপসে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ২০৩০ সালের মধ্যে কোম্পানিটি তেলনির্ভর গাড়ির নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রস্তুত আছে। কারণ, তারা এখন জোর দিচ্ছে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে। স্টুটগার্টের কাছে নুর্টিংজেন শহরে আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা নিজেদের পরিবর্তন করতে যাচ্ছি। তাই ভবিষ্যতে কোনো দেশ, শহর বা অঞ্চলের তেলনির্ভর গাড়ির ওপর নিষেধাজ্ঞা দিলে, তা মোকাবিলায় আমরা প্রস্তুত।’

তবে কবে সত্যিকার অর্থেই তেলনির্ভর গাড়ির উৎপাদন তারা বন্ধ করবে, সে তারিখ এখনো জানায়নি বিএমডব্লিউ। যদিও তারা দাবি করছে, ২০৩০ সালের মধ্যেই তাদের উৎপাদিত ৫০ শতাংশ গাড়ির ইঞ্জিন হবে বৈদ্যুতিক।

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের

মিসড কল মেসেজ ও ছবি থেকে অ্যানিমেশনসহ যেসব ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অস্ট্রেলিয়ায় ২ লাখ অ্যাকাউন্ট বন্ধ: ‘এটা কাজ করছে না ব্রো’— প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেন-জি’দের

সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার লাখো শিশু দেখবে তাদের ‘আইডি’ উধাও

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

ব্যবহৃত মোবাইল ফোন আমদানিতে বিটিআরসির ‘না’, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মোবাইল ব্যবসায়ীদের

৩০ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার শিশুদের মনোযোগের ক্ষমতা কমায়, বলছে গবেষণা

ট্রাম্পের নতি স্বীকার, এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ চীনে বিক্রির অনুমতি