হোম > প্রযুক্তি

টেক্সট থেকে ছবি: ডাল–ই-র উন্নত ভার্সন আনল ওপেনএআই

টেক্সট থেকে ছবি তৈরির টুল ডাল–ই-র উন্নত ভার্সন নিয়ে এল ওপেনএআই। এই ভার্সনে অসম্পূর্ণ নির্দেশনা দিলেও আগের চেয়ে নিখুঁত ছবি তৈরি হবে। চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রাইবারসহ গ্রাহকরা অক্টোবর থেকে ডাল–ই ৩ ভার্সন ব্যবহার করতে পারবেন।

চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহার করে টেক্সট নির্দেশনার ভিত্তিতে ছবি তৈরির প্রথম টুল নিয়ে আসে ওপেনএআই। চ্যাটবটকে নির্দেশনা দিয়ে ছবি তৈরির পাশাপাশি ছবি পরিবর্তন আনা যায়।

ওপেনএআইর বিবৃতিকে উদ্ধৃত করে রয়টার্স এক প্রতিবেদনে বলছে, ডাল–ই ৩ ভার্সনের মাধ্যমে ছোট বা অল্প নির্দেশনা দিয়েও ডিটেইল ও নির্ভুল ছবি তৈরি করা যায়। এই সংস্করণে সুরক্ষা জোরদার করা হয়েছে। সহিংস, শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী ও ঘৃণা ছড়ানোর মতো বিষয়বস্তু তৈরির ক্ষমতা সীমিত করে দেওয়া হয়েছে।

কোনো পাবলিক ফিগারের ছবি বা জীবন্ত শিল্পীর স্টাইলে ছবি তৈরির নির্দেশনা দেয়- টুলকে এমন অনুরোধ প্রত্যাখ্যান করার ক্ষমতা দেওয়া হয়েছে।

ওপেনএআই বলছে, টেক্সট থেকে ছবি তৈরির টুলকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবহৃত চিত্রকর্মের সবটা বা অংশবিশেষ নির্মাতারা পরে প্রত্যাহার করে নিতে পারবেন।

টেক্সট থেকে নির্ভুলভাবে ছবি তৈরির ক্ষেত্রে বাজারে ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী আলিবাবার টঙগিই ওয়ানক্সিয়াং, মিডজার্নি ও স্ট্যাবিলটি এআই। এসব কোম্পানিও তাদের টুল উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে।

এআই দিয়ে ছবি তৈরির প্রসার যত বাড়ছে, পাল্লা দিয়ে উদ্বেগও তত বাড়ছে। গত আগস্টেই ওয়াশিংটন ডিসির আদালত রায় দিয়েছ, মানুষের সম্পৃক্ততা ছাড়া শুধু এআই দিয়ে তৈরি শিল্পকর্ম যুক্তরাষ্ট্রের আইনে কপিরাইট পাবে না।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব