জাপানি বিলিয়নিয়ার ইউসাকু মায়েজাওয়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। গতকাল বুধবার রাশিয়ার মহাকাশযানে চড়ে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একটি রাশিয়ান মহাকাশযানে চড়ে মায়েজাওয়া তাঁর সহকারী ইয়োজো হিরানো এবং মহাকাশচারী আলেকজান্ডার মিসুরকিনের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান। তিনি সেখানে প্রায় দুই সপ্তাহ থাকবেন।
জাপানের এই ধনকুবের মার্কিন কোম্পানি স্পেস অ্যাডভেঞ্চার্সের মাধ্যমে মহাকাশে যাওয়ার বুকিং দেন। এই কোম্পানি এর আগে সাতজন পর্যটককে রাশিয়ান মহাকাশযান দিয়ে মহাকাশে পাঠিয়েছিল।
মহাকাশের উদ্দেশে যাওয়ার আগে একটি বিবৃতিতে মায়েজাওয়া বলেন, `আমি পৃথিবীর সবার সঙ্গে আমার ভ্রমণের প্রতিটি দিক ভাগ করে নিতে চাই।'
২০১৮ সালে প্রথম বেসরকারি ব্যক্তি হিসেবে চাঁদে যাওয়ার ঘোষণা দেন জাপানি বিলিয়নিয়ার ইউসাকু মায়েজাওয়া। তখন মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্সের সিইও এলন মাস্ক জানিয়েছিলেনন, স্পেস এক্সের বিগ ফ্যালকন রকেটে চাঁদের চারপাশে ঘুর আসবেন জাপানি এই ব্যবসায়ী।
সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালে চাঁদে যাবেন ইউসাকু মায়েজাওয়া।