হোম > প্রযুক্তি

গ্যালাক্সি এআই ফিচার আনছে স্যামসাং, যেসব ডিভাইসে মিলবে

অপারেটিং সিস্টেমের নতুন আপডেটের মাধ্যমে স্মার্টফোনসহ বিভিন্ন ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার আনার ঘোষণা দিল স্যামসাং। ‘গ্যালাক্সি এআই’ নামে ফিচারের সঙ্গে এই আপডেটে সার্চ টু সার্কেল, নোট অ্যাসিস্ট্যান্ট, লাইভ ট্র্যান্সলেট, ব্রাউজিং অ্যাসিস্টেন্টসহ বিভিন্ন ফিচারও থাকছে।

ফিচারটি গ্যালাক্সি এস ২৩ সিরিজ, এস ২৩ এফ ই, জেড ফোল্ড ৫, জেড ফোল্ড ৫ স্মার্টফোন মডেলগুলোয় নিয়ে আসা হবে। সেই সঙ্গে ট্যাব এস ৯ আলট্রা, ট্যাব এস ৯ প্লাস ও ট্যাব এস ৯ ট্যাবের মডেলগুলোয় ফিচারটি পাওয়া যাবে।

স্যামসাংয়ের ওয়ান ইউএল ৬.১ আপডেটের মাধ্যমে আগামী মার্চ মাসের শেষের দিকে ফিচারটি এসব মডেলে নিয়ে আসা হবে।

সর্বপ্রথম গ্যালাক্সি এস ২৪ সিরিজে স্যামসাংয়ের নতুন এআই ফিচারটি উন্মোচন করা হয়। কোম্পানিটি অন্যান্য স্যামসাং গ্রাহকদেরও এই ফিচার ব্যবহার করার সুযোগ দিতে চান। কারণ বেশিরভাগ প্রযুক্তি কোম্পানিই এআইভিত্তিক ফিচার নিয়ে কাজ করছে ও এসব ফিচার ব্যবহারের সুযোগ গ্রাহকদের দিচ্ছে। তাই স্যামসাংও এসব ফিচার ডিভাইসগুলোতে যুক্ত করাই স্বাভাবিক।

নতুন আপডেটের মাধ্যমে গুগলের সার্চ টু সার্কেল ফিচার ব্যবহার করার সুযোগ দেবে স্যামসাং। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের যে কোন জায়গা থেকে বৃত্তাকার, হাইলাইট বা ট্যাপের মতো গেসচার ব্যবহার করে সার্চ করা যাবে।

এছাড়া লাইভ ট্রান্সলেট ফিচারের মাধ্যমে ফোন কলে ভয়েস ও টেক্সটের অনুবাদ করা যাবে। আবার লাইভ ‘ইন্টারপ্রেটার’ এর মাধ্যমে আরেকজনের সঙ্গে আলোচনার সময় টেক্সটভিত্তিক অনুবাদ তৈরি করে দেবে।

নতুন আপডেটের ‘চ্যাট অ্যাস্টিট’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের মেসেজের মাধ্যমে ভাব প্রকাশে সাহয্য করবে। সেই সঙ্গে স্যামসাংয়ের কিবোর্ড দিয়ে ১৩টি ভাষায় ভাষান্তর করা যাবে।

আর ‘নোট অ্যাসিস্টেন্ট’ ফিচার কোনো বিষয়ের সারাংশ তৈরি করে দেবে ও নোটগুলোর অনুবাদও করবে। ব্রাউজিং অ্যাসিস্টেন্টও বিভিন্ন প্রতিবেদনের দ্রুত সারাংশ তৈরি করে দেবে।

ছবির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এডিটিংয়েরও সুবিধা পাওয়া যাবে। এআই ব্যবহার করে ছবির বিষয়বস্তু রিসাইজ, রিপজিশন ও রিঅ্যালাইন করা যাবে। সেই সঙ্গে ছবির সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করবে এআই ফিচারগুলো।

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব