হোম > প্রযুক্তি

রোবটের মাধ্যমে ক্লাসে হাজির জার্মানির জোশুয়া

প্রযুক্তি ডেস্ক

শিশুটির বয়স মোটে সাত বছর। শারীরিক অসুস্থতার কারণে সে এখন স্কুলে যেতে পারছে না। তবে তাই বলে শিশুটির স্কুলে গরহাজির থাকছে, এমনটি মনে করার কোনো কারণ নেই। উল্টো প্রতিদিনের ক্লাসেই পাওয়া যাচ্ছে সাত বছরের জোশুয়াকে। চলছে সহপাঠীদের সঙ্গে আড্ডাও।  

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জার্মানিতে থাকে জোশুয়া মার্টিনআংগিয়েলি। এক রোবট অবতারের মাধ্যমে ক্লাসের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে প্রতিনিয়ত তার যোগাযোগ হচ্ছে। জোশুয়ার কিছু বলতে ইচ্ছে হলে , সে তার ক্লাসে থাকা ওই  রোবটের কাছে এক কম্পিউটারের মাধ্যমে সংকেত পাঠায়। পরে ওই রোবট অবতার তার পাঠানো সংকেতগুলো বার্তায় রূপান্তর করে এবং ক্লাসে থাকা অন্যদের জানায়। 

বার্লিনের ওই স্কুলের প্রধান শিক্ষিকা উটে উইন্টারবার্গ এক সাক্ষাৎকারে রয়টার্সকে জানিয়েছেন, ওই রোবট অবতারের মাধ্যমে ক্লাসের সহপাঠীরা জোশুয়ার সঙ্গে কথা বলে, হাসাহাসিও করে। জোশুয়াও বেশ ভালোভাবেই সাড়া দিতে পারে। 

জোশুয়ার মা সিমোন মার্টিনআংগিয়েলি বলেন, ফুসফুসের গুরুতর রোগের কারণে তাঁর সন্তানের গলায় টিউব লাগানো আছে। তাই জোশুয়া সশরীরে ক্লাসে যোগ দিতে পারছে না। 

রোবট অবতারের প্রকল্পটি বার্লিনের শহর মারজাহান-হেলারসডর্ফের এক স্থানীয় কাউন্সিলের ব্যক্তিগত উদ্যোগ। ওই শহরের শিক্ষা কাউন্সিলর টর্স্টেন কুয়েন বলেন, ‘আমরাই বার্লিনের একমাত্র অঞ্চল, যেটি স্কুলের জন্য চারটি অবতার কিনেছে।’ 

করোনা মহামারিকে কেন্দ্র করে এ উদ্যোগ নেওয়া হলেও ভবিষ্যতে তা আরও সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছেন কুয়েন। তিনি আরও জানান, যে সব শিশুরা বিভিন্ন কারণে সশরীরে ক্লাসে যেতে পারে না, তাদের জন্য এ রোবট অবতার বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে। তা ছাড়া জার্মানির বিভিন্ন শহরে রাজনৈতিক পরিসরেও এখন এই রোবট অবতার ব্যবহারের বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট