হোম > প্রযুক্তি

গুগলের পিক্সেল ফোনে ৭ বছর পর্যন্ত যন্ত্রাংশ পরিবর্তনের সুবিধা

দীর্ঘ দিন সফটওয়্যার হালনাগাদ সুবিধার কথা আগেই ঘোষণা দিয়েছে গুগল। এবার হার্ডওয়্যারেও অন্তত সাত বছর সমর্থন দেওয়ার ঘোষণা এল। পিক্সেল ৮ সিরিজের স্মার্টফোনে এই সুবিধা দেবে সার্চ জায়ান্ট গুগল। 

 ‘মেড বাই গুগল ২০২৩’ ইভেন্টে গুগল ঘোষণা দিয়েছে, সাত বছর পর্যন্ত পিক্সেল ৮ সিরিজের যন্ত্রাংশ পরিবর্তনের সমর্থন দেওয়া হবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট ও নিরাপত্তা ত্রুটি সংশোধনের সমর্থনের পাশাপাশি এই সুবিধাও পাওয়া যাবে বলে অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে বলা হয়েছে। 

অবশ্য সাত বছর পর্যন্ত যন্ত্রাংশ পরিবর্তনের সুবিধা সম্পর্কে গুগলের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। 

গুগলের অংশীদার কোম্পানি আইফিক্সইট বলছে, পিক্সেল ৮ সিরিজের যন্ত্রাংশ (স্পেয়ার পার্টস) গুগলের ওয়েবসাইট থেকে কেনা যাবে। কোনো কারণে পিক্সেল ৮ সিরিজের ফোনের যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তা পরিবর্তন করে আরও বেশি সময় ফোনগুলো ব্যবহার করতে পারবেন। 

এই সুবিধা সবচেয়ে বেশি কাজে লাগবে ব্যাটারির ক্ষেত্রে। কারণ দুই বছরের মধ্যে স্মার্টফোনের ব্যাটারির ক্ষমতা ২০ শতাংশ কমে যায়। বাজারে ব্যাটারি পাওয়া গেলেও সেগুলো আসলটির মতো মানের হয় না। এবার সাত বছর পর্যন্ত পিক্সেল ৮ সিরিজের ফোনের আসল ব্যাটারি প্রতিস্থাপনের সুযোগ পাওয়া যাবে। 

গ্রাহকেরা ফোন কেনার সময় সাধারণত ডিভাইসের আয়ুর কথা ভাবেন। তাই সাত বছর সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমর্থনের বিষয়টি ক্রেতাদের আকর্ষণ করবে। দুটি ক্ষেত্রে এই সমর্থন গুগল পিক্সেল সিরিজকে অন্যান্য কোম্পানির স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। তবে দীর্ঘ দিন সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমর্থন দেওয়ার ঘোষণায় স্পষ্ট যে, মোবাইল ডিভাইসে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম আরও শক্তিশালী করতে চাচ্ছে গুগল। 

পিক্সেলের নতুন স্মার্টফোন পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো গতকাল বুধবার উন্মোচন করে গুগল। কোম্পানিটি সেই সঙ্গে এয়ারবাডস প্রো ও পিক্সেল ওয়াচ ২ উন্মোচন করেছে। বর্তমানে ডিভাইসগুলোর প্রিঅর্ডার চলছে।

চীনে সমাধিতে মিলল ২০০০ বছর আগের ‘কম্পিউটার’, বদলে যেতে পারে প্রযুক্তির ইতিহাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

অভূতপূর্ব ‘কিল সুইচ’: যে কৌশলে স্টারলিংকের ইন্টারনেটও ঠেকিয়ে দিল ইরান

সিইএস-২০২৬: ৫ আলোচিত প্রযুক্তি

হারানো জিনিস খুঁজে পেতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্ভাবন

আকাশপথে স্টারলিংক: রেকর্ড গড়ল কাতার এয়ারওয়েজ

চ্যাটজিপিটিকে কীভাবে প্রশ্ন করবেন

অস্ট্রেলিয়ায় সাড়ে ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

ফোন প্রস্তুতকারকদের সোর্স কোড দিতে বাধ্য করতে চায় মোদি সরকার