হোম > প্রযুক্তি

গুগলের পিক্সেল ফোনে ৭ বছর পর্যন্ত যন্ত্রাংশ পরিবর্তনের সুবিধা

দীর্ঘ দিন সফটওয়্যার হালনাগাদ সুবিধার কথা আগেই ঘোষণা দিয়েছে গুগল। এবার হার্ডওয়্যারেও অন্তত সাত বছর সমর্থন দেওয়ার ঘোষণা এল। পিক্সেল ৮ সিরিজের স্মার্টফোনে এই সুবিধা দেবে সার্চ জায়ান্ট গুগল। 

 ‘মেড বাই গুগল ২০২৩’ ইভেন্টে গুগল ঘোষণা দিয়েছে, সাত বছর পর্যন্ত পিক্সেল ৮ সিরিজের যন্ত্রাংশ পরিবর্তনের সমর্থন দেওয়া হবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট ও নিরাপত্তা ত্রুটি সংশোধনের সমর্থনের পাশাপাশি এই সুবিধাও পাওয়া যাবে বলে অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে বলা হয়েছে। 

অবশ্য সাত বছর পর্যন্ত যন্ত্রাংশ পরিবর্তনের সুবিধা সম্পর্কে গুগলের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। 

গুগলের অংশীদার কোম্পানি আইফিক্সইট বলছে, পিক্সেল ৮ সিরিজের যন্ত্রাংশ (স্পেয়ার পার্টস) গুগলের ওয়েবসাইট থেকে কেনা যাবে। কোনো কারণে পিক্সেল ৮ সিরিজের ফোনের যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তা পরিবর্তন করে আরও বেশি সময় ফোনগুলো ব্যবহার করতে পারবেন। 

এই সুবিধা সবচেয়ে বেশি কাজে লাগবে ব্যাটারির ক্ষেত্রে। কারণ দুই বছরের মধ্যে স্মার্টফোনের ব্যাটারির ক্ষমতা ২০ শতাংশ কমে যায়। বাজারে ব্যাটারি পাওয়া গেলেও সেগুলো আসলটির মতো মানের হয় না। এবার সাত বছর পর্যন্ত পিক্সেল ৮ সিরিজের ফোনের আসল ব্যাটারি প্রতিস্থাপনের সুযোগ পাওয়া যাবে। 

গ্রাহকেরা ফোন কেনার সময় সাধারণত ডিভাইসের আয়ুর কথা ভাবেন। তাই সাত বছর সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমর্থনের বিষয়টি ক্রেতাদের আকর্ষণ করবে। দুটি ক্ষেত্রে এই সমর্থন গুগল পিক্সেল সিরিজকে অন্যান্য কোম্পানির স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। তবে দীর্ঘ দিন সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমর্থন দেওয়ার ঘোষণায় স্পষ্ট যে, মোবাইল ডিভাইসে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম আরও শক্তিশালী করতে চাচ্ছে গুগল। 

পিক্সেলের নতুন স্মার্টফোন পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো গতকাল বুধবার উন্মোচন করে গুগল। কোম্পানিটি সেই সঙ্গে এয়ারবাডস প্রো ও পিক্সেল ওয়াচ ২ উন্মোচন করেছে। বর্তমানে ডিভাইসগুলোর প্রিঅর্ডার চলছে।

জাতীয় সোর্স কোড নীতিমালার খসড়া প্রকাশ

প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন নিবন্ধন করতে হবে

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন এনেছে অপো

কর্মীদের ফোনের টেক্সট মেসেজ দেখতে পারবেন বস, গুগলের নতুন ফিচার

‘সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

এআই বিশ্বে ধনী-দরিদ্র বৈষম্য আরও তীব্র করে তুলবে: জাতিসংঘ

টেলিটকের প্রযুক্তিগত বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

খাওয়া যায় যে রোবট, পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদেরও

এ বছরের এগিয়ে থাকা গ্যাজেট