হোম > খেলা > ফুটবল

কেন মেসি–নেইমারের সঙ্গে ইয়ামালের তুলনা করা হয়

ক্রীড়া ডেস্ক    

ইয়ামালের প্রশংসা করেছেন জাভি হার্নান্দেজ। ছবি: এক্স

ইতোমধ্যে বিশ্ব ফুটবলে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন লামিনে ইয়ামাল। দারুণ সব ফুটবলীয় দক্ষতার কারণে বাকিদের থেকে সহজেই আলাদা করা যায় তাকে। এই স্প্যানিশ তরুণকে লিওনেল মেসি, নেইমারের সঙ্গে তুলনা করা হয়। যেটার ব্যাখ্যা দিলেন বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ।

জাভির অধীনে ২০২৩ সালে বার্সার মূল দলে অভিষেক হয় ইয়ামালের। অনুশীলনে ১৮ বছর বয়সী ফুটবলারকে দেখেই পছন্দ করেছিলেন তৎকালীন কাতালান কোচ। ১৫–১৬ বছর বয়সী ইয়ামালকে তাই মুল দলে অভিষেক করাতে দুইবার ভাবেননি জাভি।

জাভি বলেন, ‘ইয়ামাল সেরা ফুটবলারদের একজন। সে ফুটবল ইতিহাসের একজন সেরা প্রতিভা হতে পারে। যদিও এটা তার উচ্চাকাঙ্ক্ষা ও আবেগের উপর নির্ভর করে। ১৫–১৬ বছর বয়সেই সে পেশাদার ফুটবলারদের চাইতেও ভালো ড্রিবল করত। এমনকি অনুশীলনের সময় কোচিং স্টাফদের চাইতেও ভালো ড্রিবল করত। আমরা মাঝে মাঝেই সেরা খেলোয়াড় কে এটা নিয়ে আলোচনা করতাম। সে সময় সেই সেরা খেলোয়াড়টি ছিল ইয়ামাল।’

১৫–১৬ বছর বয়সেই ইয়ামালের মাঝে মূল দলের খেলার সাহসিকতা দেখেছিলেন জাভি, ‘ইয়ামাল মাঠে বিশেষ কিছু করত। যা কেবল মেসি, নেইমারদের মতো খেলোয়াড়েরকেই করতে দেখবেন। আমি সে সময়ই তাকে শীর্ষ পর্যায়ে খেলার জন্য প্রস্তুত দেখেছি। তাই তাকে মাঠে নামাতে ভয় পাইনি। ইয়ামাল নিজেও বড় পর্যায়ে খেলতে ভয় পায়নি। তার কোনো জটিলতা ছিল না। মাঠে সে পার্থক্য গড়ে দিতে পারে। এই বয়সে ইয়ামাল যা করে তা সত্যিই অসাধারণ।’

আলোচনা থাকলেও শেষ পর্যন্ত ২০২৫ ব্যালন ডি’অর জিততে পারেনি ইয়ামাল। জাভির বিশ্বাস, খুব শিগগিরই এই অপেক্ষা ফুরাবে স্প্যানিশ তরুণের, ‘নিঃসন্দেহে ইয়ামাল ব্যালন ডি’অর জিতবেন। আমরা আলোচনা করেছি যে সে ব্যালন ডি’অরের জন্য উপযুক্ত। তাকে অনুশীলন দেখলে ভিন্ন কিছু মনে হবে।’

পেশাদার ফুটবলে ইয়ামালের প্রথম কোচ হতে পেরে গর্বিত জাভি, ‘ইয়ামাল দুর্দান্ত ফুটবলার। তাকে অভিষেকের সুযোগ দেওয়ার জন্য আমি খুব গর্বিত। ১৫ বছর বয়সে আমি তাকে পেশাদার ফুটবলের জন্য প্রস্তুত থাকতে দেখেছিঅ। সে খুব আত্মবিশ্বাসী ছিল। তার মধ্যে শীর্ষ পর্যায়ে খেলার সক্ষমতা ছিল। অনুশীলনে সে নিজেকে আলাদা করতে পরেছে। কোনো কিছুতেই ভয় পেত না। প্রথম দিন থেকেই সে আলাদা ছিল। আমি মনে করি, ইয়ামাল সেরা ফুটবলারদের একজন। বিশ্ব ফুটবলে সে একটি যুগের সাক্ষী হয়ে থাকবে।’

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান