হোম > খেলা > ক্রিকেট

জাতীয় দলের ব্যর্থতা ‘এ’ দলের সাফল্যে ঢাকতে চান জয়

বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কান্ডারিদের একজন মাহমুদুল হাসান জয়। গত বছর টেস্টে অভিষেক তাঁর। এখন পর্যন্ত খেলেছেন আট টেস্ট। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে নিজের টেস্ট মেজাজের পরিচয় দেন তিনি।

কিন্তু গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেভাবে হাসেনি জয়ের ব্যাট। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশও। দেশে ফিরে কয়েক দিনের ছুটি কাটিয়ে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ এখন জিম্বাবুয়ে সফরে। তবে আগামী কয়েক মাস লাল বলে কোনো ম্যাচ নেই তাদের।

আর ‘এ’ দলের হয়ে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে জয়রা গেছেন ক্যারিবিয়ান দ্বীপে। জাতীয় দলের বাইরে ওয়েস্ট ইন্ডিজে খুব বেশি সফর করে না বাংলাদেশের অন্য কোনো দল। কয়েক দিনের ব্যবধানে ফের ক্যারিবীয়ায় গিয়ে এবার ভালো করার দিকে তাকিয়ে জয়, ‘আমি জাতীয় দলের শেষ সফরে অতটা আশানুরূপ ভালো করতে পারিনি। তাই এখানে আমার আরেকটা সুযোগ ভালো করার। আমি চেষ্টা করব ভালো পারফর্ম করতে।’

আজ উইন্ডিজের পথে রওনা হওয়ার সময় বিমানবন্দরে বাংলাদেশি ওপেনার বলেন, ‘আমাদের দল ভালো আছে। অনেক সিনিয়র খেলোয়াড় আছে। মিঠুন ভাই, সৌম্য ভাই, সাব্বির ভাই থাকায় আশানুরূপ ভালো রেজাল্ট হবে।’

জাতীয় দলের হয়ে গত সফরের ব্যর্থতা এবার ‘এ’ দলের হয়ে ঢাকতে চান জয়। দলের ভালো ফলাফলের দিকে চোখ তাঁর। ২১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ভালো করার ফর্মুলাও জানালেন, ‘আমরা যদি টপ অর্ডারে ভালো করি তাহলে আমাদের মিডল অর্ডারের জন্য সহজ হবে ব্যাটিং করা। তাই আমাদের টপ অর্ডারের অনেক বেশি রোল থাকবে যে, যদি আমরা সার্ভাইভ করতে পারি তাহলে ভালো রেজাল্ট আসবে।’

২০১৯ সালের পর আবার ফিরেছে বাংলাদেশ ‘এ’ দলের কার্যক্রম। উইন্ডিজ সফরকে অভিজ্ঞতা অর্জন করতে চান জানিয়েছিলেন মিঠুন। আগামী কয়েকমাস জাতীয় দলের কোনো টেস্ট না থাকায় এই সফর দিয়ে নিজেদের উন্নতি করতে চায় তারা। জয়ও ভাবছেন সেই কথা, ‘আমাদের শেষ তিন-চার মাস কোনো টেস্ট ম্যাচ নেই। সুতরাং আমরা এখানে দুটি চার দিনের ম্যাচ খেলব, এটা আমার জন্য এবং আমার দলের জন্য অনেক ভালো হবে।’

বিশ্ব রেকর্ড গড়া ব্যাটারকে বোকা বানালেন রিশাদ

এশিয়া কাপ ফাইনালে ভারতকে রানপাহাড়ে চাপা দিল পাকিস্তান

সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দিল বিসিবি

বিপিএলের উদ্বোধনী ম্যাচের সূচিতে পরিবর্তন

লাথাম-কনওয়ের রেকর্ডে রানপাহাড়ে চাপা ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরির পর কী বললেন তাসকিন

ইংল্যান্ডের অপেক্ষা বাড়িয়ে অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া

সিলেটে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ বিপিএলের দল রাজশাহীর