হোম > খেলা > ক্রিকেট

চট্টগ্রামে বৃষ্টির লুকোচুরি, জীবন পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ লিটন 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজে হানা দিচ্ছে বেরসিক বৃষ্টি। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ বৃষ্টির বাগড়ায় বারবার বাধা পড়ছে বাংলাদেশের ইনিংসে। একই সঙ্গে জিম্বাবুয়ের ফিল্ডারদের হাত গলে বল বেরিয়ে যাচ্ছে। তবে এই সুযোগটুকুও কাজে লাগাতে পারেননি লিটন দাস।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লিটন ৩ বলে ১ রান করেছেন তিনি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৫ বলে করেছেন ২৩ রান। তবে এই অল্প রানের ইনিংসটিও তিনি খেলতে পারতেন না। সপ্তম ওভারের প্রথম বলে লিটনের বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন করেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ে অধিনায়ক রাজা রিভিউ নিলেও আম্পায়ার্স কলের কারণে বেচে যান লিটন। বাংলাদেশের ব্যাটার এরপর জীবন পেয়েছেন ব্যক্তিগত ২১ রানে। নবম ওভারের চতুর্থ বলে রাজাকে তুলে মারতে যান লিটন। লং অন থেকে দৌড়ে এসে নিজের বাঁদিকে ঝাঁপিয়ে পড়েও লুক জংগুয়ে বল তালুবন্দী করতে পারেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত  ১০ ওভারে ৩ উইকেটে ৬২ রান করেছে বাংলাদেশ। জিততে হলে করতে হবে আরও ৭৭ রান।

১৩৯ রানের লক্ষ্যে নেমে সাবলীল ব্যাটিং করতে থাকে বাংলাদেশ। প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৪ রান করে ফেলে বাংলাদেশ। ষষ্ঠ ওভারের প্রথম বলে জিম্বাবুয়ের স্পিনার আইনসলে এনদোলভু ডট নেন। এরপরই হঠাৎ করে চলে আসে বৃষ্টি। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শেষে আবার খেলা শুরু হলে উদ্বোধনী জুটি ভেঙে যায় বাংলাদেশের। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে এনদোলভুর মাথার ওপর দিয়ে চার মারেন তানজিদ তামিম। তবে জুনিয়র তামিম পরের বলে স্লগ সুইপ  করতে গেলে এজ হয়ে যায়। লং অনে ক্যাচ ধরেন ব্রায়ান বেনেট। ১৯ বলে ১ চার ও ১ ছক্কায় ১৮ রান করেন তানজিদ তামিম।

তানজিদ তামিমের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫.৫ ওভারে ১ উইকেটে ৪১ রান। তিনে ব্যাটিংয়ে নামা শান্ত ডট দিলে পাওয়ার প্লে শেষে এই স্কোরটাই করে বাংলাদেশ। শান্ত, লিটন এরপর ঢুকে যান খোলসের মধ্যে। এরই মধ্যে নবম ওভারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে আবার খেলা বাধাপ্রাপ্ত হয়।

বৃষ্টির পর আবার খেলা শুরু হলে বাংলাদেশ হারায়  শান্ত-লিটন দুই ব্যাটারকেই। দশম ওভারের তৃতীয় বলে জংগুয়েকে তুলে মারতে যান শান্ত। টাইমিংয়ে গড়বড় হওয়া বল লং অনে ধরেন জিম্বাবুয়ের বদলি ফিল্ডার রায়ান বার্ল। ১৫ বলে ১ ছক্কায় ১৬ রান করেন শান্ত। একই ওভারের শেষ বলে লিটনকে স্লোয়ারে পরাস্ত করেন জংগুয়ে। বড় শট খেলতে গেলে লিটনের হাত থেকে ব্যাট ছুটে যাওয়ার মতো অবস্থা। এজ হওয়া বল ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরেন জোনাথন ক্যাম্পবেল। ২৫ বলের ইনিংসে লিটন মেরেছেন ২ চার ও ১ ছক্কা।  

 

 

 

 

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ