হোম > খেলা > ক্রিকেট

কোচিংয়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়েড

ম্যাথু ওয়েড। ছবি: এএফপি

চাইলে আরও কয়েক বছর খেলে যেতে পারতেন। তবে ৩৬ বছর বয়সে থামলেন ম্যাথু ওয়েড। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন এই অজি উইকটরক্ষক-ব্যাটার। এখন তিনি অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে যোগ দেবেন। এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০১১ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক ওয়েডের। খেলেছেন ৩৬ টেস্ট, ৯৭ ওয়ানডে ও ৯২ টি-টোয়েন্টি। অস্ট্রেলিয়ার হয়ে তাঁর সর্বশেষ দেখা গেছে গত জুনে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বিগ ব্যাশে খেলে যাবেন তিনি।

অবসরের প্রসঙ্গে ওয়েড বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে হয়তো আমার আন্তর্জাতিক দিনগুলো শেষ হতো, এটা নিয়ে আমি পুরোপুরি অবগত ছিলাম। গত ছয় মাস ধরে আমার আন্তর্জাতিক অবসর এবং কোচিং নিয়ে জর্জ (বেইলি) ও অ্যান্ড্রুর (ম্যাকডোনাল্ড) সঙ্গে নিয়মিত কথা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক বছর ধরে কোচিং আমার রাডারের মধ্যে আছে এবং পথে যাত্রায় কিছু দুর্দান্ত সুযোগ পাওয়ার জন ধন্যবাদ, যেটা জন্য আমি কৃতজ্ঞ ও উচ্ছ্বসিত। আমি বিবিএলে (বিগ ব্যাশ লিগ) খেলে যাব।’

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড