হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির ম্যাচগুলো কোথায় দেখবেন

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ হেরে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। এখনো বিশ্বকাপের আগে ঝালিয়ে নিতে দুটি সুযোগ পাচ্ছে বাংলাদেশ। 

যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আজ শুরু হচ্ছে বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি পর্ব। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মুখোমুখি হচ্ছে দল দুটি। সদ্য শেষ হওয়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি দেখালেও প্রস্তুতি ম্যাচ দেখানো হচ্ছে না। আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টারে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি। আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টারে সরাসরি সম্প্রচার করার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিসিবি ম্যাচ বাতিলের কথা নিশ্চিত করেছে। 

স্টার স্পোর্টস যেহেতু ভারতে আইসিসি ইভেন্ট সম্প্রচার স্বত্ব পেয়েছে, তাই বাংলাদেশেও এই চ্যানেলে প্রস্তুতি ম্যাচ দেখানোর কথা। বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটিও দেখা যাবে স্টার স্পোর্টসে।পাশাপাশি আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টার তো রয়েছেই।১ জুন বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে মুখোমুখি হবে দুই প্রতিবেশী।

২ জুন যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের টুর্নামেন্টে হবে ৫৫ ম্যাচ। ৩৯ ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। যুক্তরাষ্ট্রে হবে ১৬ ম্যাচ। ডালাসে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১০, ১৩ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০ জুন বাংলাদেশ খেলবে নিউইয়র্কে। 

আরও পড়ুন:

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ