হোম > খেলা > ক্রিকেট

আমলার সঙ্গে আবারও খেলতে চান ডি ভিলিয়ার্স

হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন অনেক আগেই। যেখানে আমলা, এবিডি দক্ষিণ আফ্রিকার জার্সিতে অনেক ম্যাচে জুটি বেঁধে রানের ফুলঝুরি ছুটিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের স্মৃতিই যেন ‘মিস্টার থ্রি সিক্সটি’ আজীবন আকড়ে ধরে রাখতে চান। 

গত পরশু সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান আমলা। আমলার অবসরের পর বর্তমান ও সাবেক ক্রিকেটারেরা সামাজিকমাধ্যমে তাঁকে সম্মান জানিয়েছেন। সেখানে টুইট করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবিডি। আমলাকে নিয়ে বই লেখার ইচ্ছাও প্রকাশ করেন এবিডি। ‘মিস্টার থ্রি সিক্সটি’ টুইটারে লিখেছেন, ‘হাশিম আমলা, কোথা থেকে আমি শুরু করব? আমার শুরু করতে কয়েক দিন, সপ্তাহ, মাস এমনকি বছরও লেগে যেতে পারে। আপনাকে নিয়ে আমি বই লিখতে পারি। সবসময় ভাই হিসেবে আমার পাশে ছিলেন। যার কারণে আমি সবসময় নিরাপদ ছিলাম।’ 

২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৪ টেস্ট, ১৮১ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলেছেন আমলা। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৯ ম্যাচে ৪৬.৫৬ গড়ে করেছেন ১৮৬৭২ রান। করেছেন ৫৫ সেঞ্চুরি ও ৮৮ ফিফটি। যেখানে টেস্টে করেছেন ৯২৮২ রান ও ওয়ানডেতে ৮১১৩ রান করেছেন।

ওয়ানডেতে দ্রুততম ২০০০ থেকে ৭০০০ রান-সব রেকর্ডই করেছেন আমলা। আর আন্তর্জাতিক ক্রিকেটে ৪২০ ম্যাচে ৪৮.১১ গড়ে ২০০১৪ রান করেছেন ডি ভিলিয়ার্স। ৪৭ সেঞ্চুরির সঙ্গে ১০৯ ফিফটি করেছিলেন। টেস্টে ৫০.৬৬ গড়ে ৮৭৬৫ রান ও ওয়ানডেতে ৫৩.৫০ গড়ে ৯৫৭৭ রান করেছিলেন ‘মিস্টার থ্রি সিক্সটি’।

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান

রংপুরের অধিনায়কত্ব লিটনের কাছে কোনো ‘বোঝা’ নয়

বিপিএলের সূচি পরিবর্তনের ধকল যাবে ক্রিকেটারদের ওপর দিয়েই

ভারতকে হারালে সবচেয়ে বেশি খুশি হয় বাংলাদেশ, বলছেন মিরাজ

‘অপরিচিত নম্বর থেকে ক্রিকেটারদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে’

যখন বিয়ে করেছিলাম, সে রকম চাপ মনে হয়েছে: বিপিএল ইস্যুতে বিসিবি পরিচালক