হোম > খেলা > ক্রিকেট

বল টেম্পারিংয়ে যুক্ত ছিল দক্ষিণ আফ্রিকাও, দাবি পেইনের

কুখ্যাত ‘বল টেম্পারিং’ ঘটনার পেরিয়ে গেছে চার বছর। এমনকি এ ঘটনার সঙ্গে জড়িত ক্রিকেটাররা শাস্তিও পেয়েছেন। এবার এই ‘বল টেম্পারিং’ ইস্যুতে বোমা ফাটালেন টিম পেইন। 

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে যায় অস্ট্রেলিয়া। কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা ঘটে, যা ‘স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি’ নামে পরিচিত। পেইনের অভিযোগ অবশ্য এই টেস্ট নিয়ে নয়। অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটার জানিয়েছেন, জোহানেসবার্গে সিরিজের চতুর্থ টেস্টে বল টেম্পারিং করেছিল খোদ দক্ষিণ আফ্রিকাই। 

নিজের আত্মজীবনী ‘দ্য পেইড প্রাইস’-এ জোহানেসবার্গ টেস্ট নিয়ে কথা বলেন পেইন। সেখানে দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটারের দিকে আঙুল তুললেও নাম প্রকাশ করেননি অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটার। পেইন বলেন, ‘আমি সিরিজের চতুর্থ টেস্টে এমনটা হতে দেখেছি। আমি বোলারের প্রান্তে দাঁড়িয়ে দেখেছি, মিড অফে দাঁড়ানো দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার বলের আকার বিকৃতির চেষ্টা করছিল। শুধু একবার ভাবুন। কেপটাউনে বল টেম্পারিং নিয়ে শিরোনাম হওয়ার পরেও এমন ঘটনা ঘটেছে।’ 

২০১৮ সালে ‘স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি’তে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ক্যামেরন ব্যানক্রফট জড়িত ছিলন। ২০১৯ বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ওয়ার্নার ও স্মিথ, যাঁরা এখন নিয়মিত খেলছেন। অন্যদিকে, কেপটাউনের পর ব্যানক্রফট খেলেছেন মাত্র দুটি টেস্ট।

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান