হোম > খেলা > ক্রিকেট

মালিঙ্গার অবসরে ‘খুশি’ তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কদিন আগে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। ক্রিকেটের এই মহাতারকার বিদায়ে ভক্ত-সমর্থকদের মন খারাপ হলেও, বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বেশ খুশিই হয়েছেন। তামিমের এই খুশি অবশ্য ক্রিকেটীয় কারণে। এখন থেকে যে তাঁকে মালিঙ্গার ভয়ঙ্কর ইনসুইংগিং ইয়র্কারগুলো আর খেলতে হবে না।

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আরনল্ডের ফেসবুক পেজ ‘চিলিং উইথ রাসেল’-এ এক লাইভ আড্ডায় আজ বিভিন্ন বিষয়ে কথা বলেন তামিম। সেখানে মালিঙ্গার বিদায় নিয়েও কথা বলেছেন তিনি। এ সময় মালিঙ্গাকে ‘চ্যাম্পিয়ন’ বোলার বলেও উল্লেখ করেছেন তামিম। তিনি বলেছেন, ‘সারা বিশ্বের মানুষ মালিঙ্গার অবসরে দুঃখ পেলেও আমি কিন্তু তাদের দলে নই। তার অবসরে আমি কিন্তু খুশি হয়েছি।’

খুশির কারণ ব্যাখ্যা করে তামিম বলেন, ‘তার ইয়র্কার বল খেলা কিন্তু মজার কোনো বিষয় না। সে চ্যাম্পিয়ন বোলার আমরা সবাই সেটা জানি। সে দারুণ বোলার। তার বিপক্ষে খেলাটা আমার জন্য কঠিন ছিল।’

মালিঙ্গাকে প্রশংসায় ভাসিয়ে তামিম আরও বলেছেন, ‘সে আসলেই চ্যাম্পিয়ন বোলার। আমি খুশি যে তার বিপক্ষে আর খেলতে হবে না। তার ইনসুইংগিং ইয়র্কার বলগুলো আর খেলতে হবে না। আমাকে দুবার আউট করেছে সে। আমি তার পরবর্তী জীবনের সাফল্য কামনা করছি।’

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল