হোম > খেলা > ক্রিকেট

বাজে উইকেটের জন্য জরিমানা গুনল রাওয়ালপিন্ডি 

গত কদিনে বেশ আলোচনায় রাওয়ালপিন্ডির উইকেট। মরা উইকেটে পাঁচ দিনে ন্যূনতম লড়াই হয়নি পাকিস্তান-অস্ট্রেলিয়া আলোচিত সিরিজের প্রথম টেস্টে। বাজে উইকেটের কারণে শাস্তি জুটছে ভেন্যুটির কপালে। পাঁচ দিনেও উইকেটের আচরণ পরিবর্তন না হওয়ায় একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে রাওয়ালপিন্ডি। 

এ টেস্টে ম্যাচ রেফারির ভূমিকায় ছিলেন রঞ্জন মাদুগালে। তাঁর মতে, রাওয়ালপিন্ডির উইকেটে ব্যাটে-বলে লড়াইয়ের কোনো উপাদানই ছিল না। আজ এক বিবৃতিতে ভেন্যুটির জরিমানার কথা জানিয়েছে আইসিসি। তবে পিন্ডির এমন মরা উইকেটের পক্ষে দাঁড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। রমিজ বলেছেন, গতি ও বাউন্সি উইকেট বানিয়ে তিনি ম্যাচটা অস্ট্রেলিয়ার হাতে ছেড়ে দিতে চাননি। 

কেন এমন উইকেট বানালেন? নিজের ব্যাখ্যায় রমিজ বললেন, ‘আমি হতাশা বুঝতে পারি। ফল হয়তো আরও ভালো হতে পারত। কিন্তু এটা তিন ম্যাচের সিরিজ। এখনো অনেক অনেক ক্রিকেট বাকি আছে। শুধু মাত্র এ জন্য আমরা গতিময় ও বাউন্সি উইকেট বানাইনি। আমরা অস্ট্রেলিয়ার হাতে খেলা ছেড়ে দিতে চাইনি।’ 

ম্যাচ চলাকালেই পিন্ডির উইকেট নিয়ে হতাশার কথা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভ স্মিথ। সরাসরি সমালোচনা না করলেও স্মিথ বলেছিলেন, ‘একদম মরা উইকেট। উইকেটে পেসারদের জন্য গতি ও বাউন্স নেই। আর স্টাম্পে টানা বল করলে আর সে অনুযায়ী ফিল্ডিং সাজালে রান নেওয়া কঠিন। তবে আউট হওয়াও কঠিন।’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড