হোম > খেলা > ক্রিকেট

জ্যোতিদের হারিয়ে দিলেন কিশোরেরা

ক্রীড়া ডেস্ক    

অনূর্ধ্ব-১৫ কিশোর দলের কাছে প্রস্তুতি ম্যাচে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতিরা। ছবি: বিসিবি

৫০ ওভারের ম্যাচে মেয়েদের জাতীয় দল ৩৮ ওভারেই অলআউট। এক শর নিচে ৯৪ রানে অলআউট হয়ে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছেন মেয়েরা। হেরেছেন অনূর্ধ্ব-১৫ কিশোর দলের কাছে।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮১ রান তোলে অনূর্ধ্ব-১৫ দল। ফিফটিশূন্য অনূর্ধ্ব-১৫ দলের ইনিংসে সর্বোচ্চ ৪৬ রান করেন বায়েজিদ বোস্তামি। ৪৪ করেন আফজাল হোসেন।

লক্ষ্য তাড়া করতে এসে শুরুটা ভালোই হয়েছিলে নিগার সুলতানা জ্যোতিদের। ইসমা তানজিম (১৬) ও শারমিন সুলতানা (২০) ৫০ রানের জুটি গড়েছিলেন। কিন্তু এরপরই মড়ক লাগে মেয়েদের ইনিংসে। ৫০ থেকে ৫৩—এই ৩ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে ফেলেন জ্যোতিরা। দুই ওপেনার ছাড়াও এই ৪ উইকেটের দুটি ছিল নিগার সুলতানা জ্যোতি (০) ও মুর্শিদা খাতুন হ্যাপিরও (৩)। এই বিপর্যয় কাটিয়ে তুলতে দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করতে পারেননি কেউ-ই।

একের পর এক উইকেট হারিয়ে ৯৪ রানে অলআউট মেয়েরা। প্রথম ৫০ বাদ দিলে বাকি ৪৪ রান তুলতেই ১০ উইকেট হারিয়েছে মেয়েরা। সর্বোচ্চ ২১ রান আসে অতিরিক্ত খাতে। ২০ রান করেন শারমিন সুলতানা। দুই ওপেনার ছাড়া দুই অঙ্কের রান করেছেন সুমাইয়া আক্তার (১৫) ও রিতু মনি (১১ *)।

বল হাতে সবচেয়ে সফল আলিমুল ইসলাম আদিব; ১২ রানে নিয়েছেন ৩ উইকেট।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত