হোম > খেলা > ক্রিকেট

সমালোচকদের একহাত নিলেন মাহমুদউল্লাহর স্ত্রী

ক্রীড়া ডেস্ক    

স্ত্রী জান্নাতুল কাওসারের সঙ্গে মাহমুউল্লাহ। ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টার ব্যবধানে দেখা গেল দুই রকম মাহমুদউল্লাহ রিয়াদকে। বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপিএল) গত পরশু রাতে ব্যাট হাতে হতাশ করেছিলেন রংপুর রাইডার্সের ভক্তদের। পরের ম্যাচেই নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন তাঁর স্ত্রী জান্নাতুল কাওসার।

বিপিএলের চলতি পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারে হেরে যায় রংপুর। ১৫৯ রান তাড়া করতে নেমে ডেভিড মালান ও তাওহীদ হৃদয়ের ব্যাটে জয়ের পথেই ছিল তারা। কিন্তু ব্যাটিংয়ে মড়ক লাগায় শেষ পর্যন্ত ম্যাচ হেরে বসে একবারের চ্যাম্পিয়নরা। কাইল মায়ার্স, খুশদিল শাহ, নুরুল হাসান সোহানকে ছাপিয়ে রংপুরের এই হারে সবচেয়ে বড় দায়টা পড়ে মাহমুদউল্লাহর কাঁধে।

জয়ের জন্য শেষ বলে ১ রান দরকার ছিল রংপুরের। এই সহজ সমীকরণ মেলাতে পারেননি মাহমুদউল্লাহ। রিপন মন্ডলের করা শেষ বলটি মিড উইকেটে ঠেলে দৌঁড়াতে দিয়ে রান আউট হন। এরপর সুপার ওভারে রাজশাহীর সঙ্গে পেরে উঠেনি রংপুর। স্বাভাবিকভাবেই ম্যাচ হারের পর তোপের মুখে পড়েন মাহমুদউল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে ট্রল শুরু হয়। অনেকে তো ‘মাহমুদউল্লাহ আর চলে না’ বলেও মন্তব্য করেছেন।

এক দিন যেতেই রংপুরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন মাহমুদউল্লাহ। গতকাল সিলেট টাইটানসের করা ১৪৪ রানের জবাবে দলীয় ৯৫ রানে চতুর্থ উইকেট হারায় রংপুর। জয়ের জন্য শেষ ৩১ বলে রংপুরের সমীকরণ ছিল ৫০ রানের। খুশদিল শাহকে সঙ্গে নিয়ে এই সমীকরণ মেলান মাহমুদউল্লাহ। অবিচ্ছিন্ন ৫০ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন। ১৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। ম্যাচসেরার পুরস্কার উঠেছে মাহমুদউল্লাহর হাতে।

সিলেটের বিপক্ষে ম্যাচ জয়ী ইনিংসের পর সমালোচকদের একহাত নিয়েছেন মাহমুদউল্লাহর স্ত্রী। ছোট এক বার্তায় তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, এতটাও বুড়ো হয়নাই।’

ভারত থেকে ম্যাচ সরানো ও আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ আসিফ নজরুলের

ভারতে মোস্তাফিজদের নিরাপত্তা নিয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করবে বিসিবি

সবচেয়ে কম খরুচে রিশাদ, ১৪ বছর পর ওয়ার্নারের সেঞ্চুরি

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

‘মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ’

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ‘প্রতিবাদ’ জানাবে বিসিবি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

ধুন্ধুমার শুরুর পর সিলেটে রানখরা

‘খলনায়ক’ রিয়াদের ব্যাটেই জিতল রংপুর

২ ম্যাচ খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ক্রেমার