হোম > খেলা > ক্রিকেট

সকালের বিপর্যয় কাটিয়ে হাসিমুখে দিন শেষ করল বাংলাদেশ 

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে পাহাড়সম চাপ মাথায় নিয়ে ইতিহাস গড়লেন লিটন দাস ও মুশফিকুর রহিম। ২৪ রানে ৫ উইকেট পড়ার পর দিনভর ব্যাটিং করেছেন এই দুজন। তাঁদের দুজনের অপরাজিত সেঞ্চুরিতে ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ২৫৩ রানের অবিচ্ছেদ্য জুটিতে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭। 

দিন শেষে লিটন দাস ১৩৫ ও মুশফিকুর রহিম ১৩৫ রানে অপরাজিত আছেন। এই দুজনের ২৫৩ রানের জুটি ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। চট্টগ্রাম টেস্টে ২৭ মাসের সেঞ্চুরি-খরা কাটানো মুশফিক সেঞ্চুরি পেলেন ঢাকা টেস্টেও। ওই টেস্টে লিটন দাসও খেলেছিলেন দারুণ। তবে ১২ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সেটা পুষিয়ে নিলেন লিটন। এই দুজনের ব্যাটিংয়ে সকালের বিপর্যয় কাটিয়ে হাসিমুখে দিন শেষ করেছে বাংলাদেশ। 

এর আগে সকালটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। দিনের প্রথম ঘণ্টা না পেরোতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দলীয় সংগ্রহ তখন ২৪ রান। টস জিতে ব্যাটিংয়ে নেমে দিনের দ্বিতীয় বলে উইকেট হারায় বাংলাদেশ। কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে শূন্য রানেই ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। জয়কে অনুসরণ করেন আরেক ওপেনার তামিম ইকবাল। পরের ওভারের চতুর্থ বলে আসিথা ফার্নান্দোর বলে পয়েন্টে প্রাভিন জয়াবিক্রমার হাতে ক্যাচ দিয়ে আউট হন তামিম।

তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তর সঙ্গে বিপর্যয় সামাল দেওয়ার আশা জাগিয়ে আউট হয়ে যান অধিনায়ক মুমিনুল হক। আসিথার বলে উইকেটকিপার নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দেন তিনি। মুমিনুলের পদাঙ্ক অনুসরণ করেন শান্ত আর সাকিব আল হাসান। দিনের বাকি গল্পটা লিটন-মুশফিকের মহাকাব্যিক জুটির। 

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড