হোম > খেলা > ক্রিকেট

উপেক্ষিত সেই দুই বোলারই এবারের আইপিএলে ছড়ি ঘোরাচ্ছেন 

আইপিএলে কুলদীপ যাদবের শেষ কয়েক মৌসুম কেটেছে ভুলে যাওয়ার মতো। শেষবার কলকাতার হয়ে বেঞ্চ গরম করতে করতেই পার করেছেন গোটা মৌসুম। এবার নতুন মৌসুমে নতুন দল দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজেকে নতুন ভাবে চেনাচ্ছেন এই চায়নাম্যান বোলার। আরেক ভারতীয় বোলার উমেশ যাদবের ক্ষেত্রেও তাই। 

গতকাল আগের মৌসুমের দল কলকাতাকে সবচেয়ে বেশি ভুগিয়েছেনও এই কুলদীপ। দিল্লির জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ৩৫ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন। আইপিএলে ৪ ম্যাচে ঝুলিতে পুড়েছেন ১০ উইকেট। এবারের আইপিএলে এখন পর্যন্ত যা দ্বিতীয় সর্বোচ্চ। উমেশ যাবদও অবশ্য ১০ উইকেট নিয়েছেন তবে খেলেছেন ৫ ম্যাচ। 

কুলদীপের মতো যাদবও গত আইপিএলের একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। সেবার ছিলেন দিল্লি ক্যাপিটালসে। দল পাল্টে পুরোনো দল কলকাতার হয়ে নতুন মৌসুমে শুরু থেকেই চমক দেখাচ্ছেন এই ভারতীয় পেসার। এই দুজনের চেয়ে এক উইকেট বেশি নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার সবার উপরে আছেন আরেক লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। 

নতুন মৌসুমে দুই যাদবের শুরুটা হয়েছে দুর্দান্ত। এখনো অনেক ম্যাচ বাকি আছে। তবে শুরুর এই ছন্দ ধরে রাখতে পারলে টুর্নামেন্ট শেষেও সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার উপরের দিকেই এ দুজন থাকবেন।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত