হোম > খেলা > ক্রিকেট

বোলিংয়ে দুর্দান্ত সাকিব ব্যাটিংয়ে ডাক, হারল মায়ামিও

ক্রীড়া ডেস্ক    

সাকিবের ব্যর্থতার দিনে হেরেছে তাঁর দল মায়ামি ব্লেজ। ছবি: ফেসবুক

ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে ভুলে যাওয়ার মতো একটা দিন কাটিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পারফরম্যান্স ছিল না আশানুরূপ। তাঁর ব্যর্থতার দিনে দল মায়ামি ব্লেজও হেরেছে কাছাকাছি গিয়ে।

কেমান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েল ওভালে গত রাতে মায়ামির প্রতিপক্ষ ছিল কেম্যান বে স্টিংরেজ। বোলিংয়ে সাকিব ২ ওভারে ১১ রানে নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে টিকেছেন কেবল ২ বল। তবে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। সাকিবদের এই ম্যাচে ৬ রানে হারিয়েছে কেম্যান বে স্টিংরেজ।

টস জিতে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান করেছে কেম্যান বে স্টিংরেজ। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন দলটির ওপেনার বৃত্ত অরবিন্দ। ২২ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ১ ছক্কা। মায়ামির সাকিব, অর্নব আইয়ার, জহুর খান, ক্রিস্টোফার রামসরন—এই চার বোলারের প্রত্যেকেই চারটি করে উইকেট পেয়েছেন। ৯৮ রানের লক্ষ্যে নেমে মায়ামি নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেটে ৯১ রানে আটকে যায়। সাকিব নেমেছেন ওপেনিংয়েই। স্টিংরেজের লেগস্পিনার পিটার হ্যাটজুগলু ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট।

৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের পয়েন্ট তালিকায় সবার ওপরে কেম্যান বে স্টিংরেজ। ৮, ৬, ৪ ও ২ পয়েন্ট নিয়ে দুই, তিন ও চারে ক্যারিবিয়ান টাইগার্স, ভেগাস ভাইকিংস, বোকা র‍্যাটন ট্রেলব্লেজার্স ও মায়ামি ব্লেজ। যাদের মধ্যে ক্যারিবিয়ান টাইগার্স, বোকা র‍্যাটন ট্রেলব্লেজার্স খেলেছে চারটি করে ম্যাচ। পাঁচটি করে ম্যাচ খেলেছে ভেগাস ভাইকিংস ও মায়ামি ব্লেজ।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল