হোম > খেলা > ক্রিকেট

এমন ব্যাটিং ধসের ব্যাখ্যা কী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলকে হতাশ করে রানআউট হয়ে ফিরছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: এএফপি

১ উইকেট হারিয়ে ১০০ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় আশাজাগানিয়া শুরুই বলা যায়। কিন্তু এরপর যা ঘটল, সেটার কোনো ব্যাখ্যা আছে কি?

১০০ থেকে ১০৫—এই ৫ রান তুলতে ৭ উইকেট খুইয়েছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, ছেলেদের ক্রিকেটে দ্বিতীয় থেকে অষ্টম উইকেটে এটাই সবচেয়ে বাজে ব্যাটিং ধস। বিব্রতকর যে রেকর্ড আগে ছিল যুক্তরাষ্ট্রের, ২০২০ সালে নেপালের বিপক্ষে ১ উইকেটে ২৩ রান থেকে পরের ৮ রান তুলতে ৭ উইকেট হারিয়েছিল তারা।

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাসকিন আহমেদ। জানালেন এই ব্যাটিং ধসের ব্যাখ্যা নেই তাঁর কাছেও, ‘ক্রিকেটে অনেক কিছুই ঘটে। এটি অনিশ্চয়তার খেলা। তারপরও এটা ভাবনাতে ছিল না।’ পরে আরও যোগ করলেন, ‘১ উইকেটে ১০০ করেছি। সেখান থেকে ১০৭ রানে ৮ উইকেট। এটা আমাদের জন্য খুবই বাজে ছিল। দেখেন, সেট হয়ে যাওয়ার পর জাকের দারুণ খেলেছে। ফিফটি করেছে। স্বীকার করে নিচ্ছি, আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।’

তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা তাসকিনের, ‘আশা করি, আমরা পরের ম্যাচে ফিরতে পারব। সবাই ভুল থেকে শিক্ষা নেবে।’

সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ৫ জুলাই, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামেই।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল