হোম > খেলা > ক্রিকেট

ক্রিকেটারদের সংবাদমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ আকরামের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একজন খেলোয়াড় ভালো করলে যেমন প্রশংসা হয়, তেমনি খারাপ করলে হয় তার সমালোচনা। সংবাদমাধ্যমের ক্রিকেটারদের ভালো-মন্দ উভয় বিষয় নিয়ে দুই রকম খবর প্রকাশিত হয়। অনেক সময় সমালোচনার খবরগুলো ক্রিকেটারদের মানসিকভাবে চাপ বাড়িয়ে দেয়। 

তাই ক্রিকেটারদের সংবাদমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক আকরাম খান। উদাহরণ হিসেবে ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের আগে ক্রিকেটারদের সংবাদমাধ্যম থেকে দূরে থাকার কথাও জানান ১৯৯৭ সালে আইসিসি ট্রফিজয়ী এই ক্রিকেটার। 

আজ মিরপুরে বাংলাদেশ টেস্ট দলের ব্যাটিং বিপর্যয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আকরাম খান। তিনি বলেছেন, ‘ক্রিকেটারদের সংবাদমাধ্যম থেকে দূরে থাকতে হবে। এ জিনিসটা করলে ভালো হয়।’ 

ভারতীয় ক্রিকেটারদের উদাহরণ টেনে তিনি বলেছেন, ‘আপনারা দেখেছেন ভারত যখন চ্যাম্পিয়ন (২০১১ বিশ্বকাপ) হয়, তার আগে এক বছরের মতো কোনো ক্রিকেটারকেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দেখিনি। কারণ মিডিয়া ভালো করলে ভালো, আর খারাপ করলে নিউজগুলো পড়লে মানসিক চাপটা বেড়ে যায়। তাই ক্রিকেটারদেরকে সংবাদমাধ্যম থেকে একটু দূরে থাকতে হবে।’ 

একই সঙ্গে টেস্ট বোলাররা ভালো করলেও ব্যাটারদের ভালো না করার ব্যাখ্যা হিসেবে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘শুধু বোলিং না দল হিসেবে ভালো করতে হবে। ব্যাটারদের লম্বা ইনিংস খেলা খুব গুরুত্বপূর্ণ। একজন যদি ১৫০ করে, তাহলে বাকিদের দিয়ে ৩০০ সম্ভব। লম্বা ইনিংস না খেললে পারফরম্যান্স সম্ভব না।’

৩ ফিফটিতে ব্রিজবেনে অস্ট্রেলিয়ার দিন

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ