হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডের লজ্জাজনক রেকর্ডে অল্পের জন্য নাম উঠল না উইন্ডিজের

ক্রীড়া ডেস্ক    

অস্ট্রেলিয়ার বোলারদের তাণ্ডবে ২৭ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ছবি: ক্রিকইনফো

জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্কোর কার্ড দেখে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। একটা দলের টেলএন্ডার ব্যাটার অনেক সময় ২৭ রান করে ফেলে, সেখানে পুরো দলই কিনা অলআউট ২৭ রানে।

২৭ রানে অলআউট হলেও অল্পের জন্য টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জাজনক রেকর্ড থেকে বেঁচে গেল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার বাজে রেকর্ডটি এখনো নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে কিউইরা ২৬ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। ৭০ বছর আগের সেই ম্যাচটি হয়েছিল অকল্যান্ডের ইডেন পার্কে।

জ্যামাইকার স্যাবাইনা পার্কে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট এমনিতেই হয়ে উঠেছিল ব্যাটারদের বধ্যভূমি। নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল দলগুলো। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৯৯ রান থেকে অস্ট্রেলিয়া গতকাল মধ্যরাতে তৃতীয় দিনের খেলা শুরু করে। তাদের নামের পাশে তখন ২৯ ওভার। দিনের খেলা শুরু করতে নেমে মাত্র ৮ ওভার টিকতে পারে অজিরা। ৩৭ ওভারে ১২১ রানে গুটিয়ে গেল অজিরা। তাদের ইনিংসে সর্বোচ্চ ৪২ রান করেন ক্যামেরন গ্রিন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ নিয়েছেন ৫ উইকেট। শামার জোসেফ ও জাস্টিন গ্রিভস পেয়েছেন ৪ ও ১ উইকেট।

অস্ট্রেলিয়া ১২১ রানে অলআউট হলে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানের। গতকালের পরও হাতে দুই দিন অতিরিক্ত বাকি ছিল উইন্ডিজের কাছে। কিন্তু অস্ট্রেলিয়ার পেসারদের তাণ্ডবে ১৪.৩ ওভারে ২৭ রানে গুটিয়ে গেল উইন্ডিজ। স্বাগতিকদের ইনিংসের সাত ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সর্বোচ্চ ১১ রান এসেছে জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে। তিনিই শুধু দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন।

টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডে এখন দুইয়ে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস

অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৯ রানে নিয়েছেন ৬ উইকেট। স্কট বোল্যান্ড তুলে নিয়েছেন তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। তিনি পেয়েছেন ৩ উইকেট। ১ উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড। ১৭৬ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল অজিরা। ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ—দুটি পুরস্কারই পেয়েছেন স্টার্ক। ম্যাচে ৪১ রানে নিয়েছেন ৭ উইকেট। তিন ম্যাচের টেস্ট সিরিজে ১৫ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে করেছেন ৪৬ রান।

বিপিএল ধারাভাষ্যে প্রথমবারের মতো ওয়াকার-গফ, আছেন রমিজও

ইচ্ছা করেই ত্রুটিপূর্ণ বোলিং করেছিলেন সাকিব

দেশে খেলেই অবসর নিতে চান সাকিব

ফের মোস্তাফিজের ২ উইকেট, জয়ের অপেক্ষা ফুরাল দুবাইয়ের

আইপিএলের দলের মালিকের ‘নাক গলানো’ পছন্দ করছেন না ভারতের কোচ

সাকিব এই ভালো, এই খারাপ

জাকেরের ‘জোর করে লেগে মারতে যাওয়া’র ব্যাখ্যায় কী বললেন আশরাফুল

বিয়ে ভাঙার পর মুখ খুললেন স্মৃতি মান্ধানা

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা

জাকিরের সেঞ্চুরিতে শিরোপার সুবাস পাচ্ছে সিলেট