হোম > খেলা > ক্রিকেট

আশা জাগিয়েও দিনটি হলো না বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডারবান টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের হয়েও হলো না। প্রথম সেশনের মতো তৃতীয় সেশনেও প্রতিপক্ষের সামনে নিজেদের মেলে ধরতে পারেননি বাংলাদেশের বোলাররা। তবে দ্বিতীয় সেশনের দাপটে মোটামুটি অবস্থানে থেকে দিন পার করল বাংলাদেশ। 

আজ প্রথম সেশনে ২৫ ওভারে বিনা উইকেটে ৯৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় সেশনে এই দাপট ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে তারা। কিন্তু শেষ সেশনের শুরুটা রঙিন হলেও আলোকস্বল্পতায় দিনের সমাপ্তিটা হাসিমুখে শেষ করেছে প্রোটিয়ারা। প্রথম দিন শেষে ৭৬.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান। ক্রিজে ৫৩ রানে অপরাজিত টেম্বা বাভুমার সঙ্গী কাইল ভেরেইনার সংগ্রহ ২৭। 

প্রথম সেশনটা খারাপ গেলেও দ্বিতীয় সেশনের শুরুটা দারুণ হয় বাংলাদেশের। থিতু হওয়া ব্যাটার ডিন এলগারকে (৬৭) ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন খালেদ আহমেদ। খালেদের গুড লেংথের বলে এলগারের দারুণ এক ক্যাচ নেন লিটন দাস। দলীয় ১১৩ রানের প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি সারেল এরউই (৪১)। মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন এই ওপেনার। 

এরপর উইকেট পেতে পারতেন তাসকিনও। কিন্তু রিভিউ না নিয়ে সুযোগ হারান এই পেসার। তাসকিন না পারলেও কিগান পিটারসেনকে ঠিকই ফিরিয়েছে বাংলাদেশ। মিরাজের দারুণ এক থ্রোতে রান আউট হয়েছেন পিটারসেন। এরপর দ্বিতীয় সেশনের বাকি সময় ভালোভাবেই কাটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা ২২ ও রিকেলটন ১১ রানে অপরাজিত আছেন। 

তৃতীয় সেশনে ২১ রান করা রিকেলটনকে ফেরান ইবাদত হোসেন। এরপর আর কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশের বোলাররা। নিজের ৫০ তম টেস্টে ১৮ তম ফিফটি তুলে নেন বাভুমা। ভেরেইনাকে নিয়ে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন পার করেছেন তিনি। 

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা (১ম ইনিংস) 
৭৬.৫ ওভারে ২৩৩/৪ 
এলগার ৬৭, বাভুমা ৫৩ *
খালেদ ১/৪৯, মিরাজ ১/৫৭ 

* প্রথম দিন শেষে

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান