হোম > খেলা > ক্রিকেট

স্টোকসের বিদায়ী ম্যাচে সব আলো কেড়ে নিলেন ডুসেন

ঘরের মাঠ ডারহামেই ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলবেন আগেই জানিয়ে দিয়েছিলেন বেন স্টোকস।  ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অবশ্য বিদায়ী ম্যাচটা রাঙাতে পারেননি। ম্যাচের সব আলো কেড়ে নিয়েছিলেন ম্যাচ সেরা দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাসি ফন ডার ডুসেন। এই প্রোটিয়া ব্যাটার তাঁর ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে। সেঞ্চুরির পুরস্কারও পেয়েছেন হাতেনাতে। আইসিসি র‍্যাঙ্কিংয়ের ওয়ানডের ব্যাটারদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন ডুসেন।

ডুসেন এর আগে আইসিসির ব্যাটিং তালিকায় ছয় নম্বরে ছিলেন। এই বছরের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন তিনি। শেষ সাত ইনিংসে ফিফটি করেছেন চারটি। এর মধ্যে দুইটি সেঞ্চুরিও করেছেন। ধারাবাহিকভাবে ভালো খেলার পুরস্কার পেলেন আইসিসির র‍্যাঙ্কিং তালিকার সর্বশেষ হালনাগাদে।  প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে  তিনে  উঠে এসেছেন। তাঁর ওপরে আছেন বাবর আজম ও ইমাম-উল-হক।

ডুসেনের সেঞ্চুরি এবং ইয়ানেমান মালান ও এইডেন মার্করামের হাফ সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ পায় ৩৩৩ রান। পুরো ইনিংসে একটি ছক্কাও মারতে পারেননি প্রোটিয়া ব্যাটাররা। ব্যাটারদের পেশি শক্তির যুগে এমন ঘটনা সচরাচর দেখা যায় না।  দলীয় রান তিন শর বেশি হয়েছে কিন্তু একটিও ছক্কা হয়নি এমন ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। দক্ষিণ আফ্রিকার আগে এমন রেকর্ড করেছেন আরও দুই দল—ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। 

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন