হোম > খেলা > ক্রিকেট

চাপ সামলে সৌম্য-মিরাজের ফিফটি

ক্রীড়া ডেস্ক    

শট খেলছেন মিরাজ। ক্রিইনফো ফাইল ছবি

ওপেনার সৌম্য সরকার ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জুটিতে শুরুর ধাক্কা সামলে উঠেছে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ার পথে দুজনে পেয়েছেন ফিফটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০.৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১১৯ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন সৌম্য (৫১), সঙ্গে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৫১)।

এর আগে তিন বলের ব্যবধানে ওপেনার তানজিদ হাসান তামিম ও উইকেটরক্ষক লিটন দাসকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দুজনই ফেরেন ডাক মেরে। ২,৪ ও ০—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই হলো লিটনের রান। ব্যাটিংয়ে অধরাবাহিকতার বৃত্তে আটকে পড়া বাংলাদেশ উইকেটরক্ষক আজ আবারও উইকেট দিয়েছেন বাজে শট খেলে।

পেসার আলজারি জোসেফের আউটসাইড অফের বল খোঁচা মেরে স্লিপে ব্রেন্ডন কিংয়ের হাতে বন্দী ফেরেন লিটন। উইকেটে টিকেছিলেন মাত্র ২ বল। এর আগে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে দেন তানজিদ।

ডাক মেরে ফিরতে পারতেন সৌম্য। আলজারির করা ইনিংসের চতুর্থ বলে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু স্লিপে সেই সহজ ক্যাচ ছেড়ে দেন কিং। আলজারি সেই উইকেট না পেলেও তৃতীয় ওভারে করেন জোড়া শিকার।

হোয়াইওয়াশ এড়াতে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। হারলে ২০১৪ সালের পর উইন্ডিজে হবে হোয়াইটওয়াশ।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু