হোম > খেলা > ক্রিকেট

১১ জন মিলে ১২ রান করল মঙ্গোলিয়া

আইপিএলে যখন দলীয় স্কোর ২০০ কিংবা তার চেয়ে বেশি রান হরহামেশাই হচ্ছে তখন বিপরীত চিত্র জাপান-মঙ্গোলিয়ার দ্বিপক্ষীয় সিরিজে। মঙ্গোলিয়ার ১১ জন ব্যাটার মিলে করেছেন মাত্র ১২ রান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

জাপানের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে এই বিব্রতকর রেকর্ড গড়েছেন মঙ্গোলিয়া। সানো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাপানের দেওয়া ২১৮ রানের বিপরীতে খেলতে নেমে ১২ রানে অলআউট হয় তারা। অর্থাৎ, প্রতিপক্ষের দুই শোর ওপরের ১৭ রানই করতে পারেনি মঙ্গোলিয়া। পারবে কী করে মঙ্গোলিয়ার ছয় ব্যাটার রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফিরেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ৭ মাস আগে অভিষেক হয়েছে মঙ্গোলিয়ার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ডটা সর্বশেষ এশিয়ান গেমসে অভিষেক হওয়া দলটির কানের ওপর দিয়ে গেছে। ৩ রান কম করলেই বিব্রতকর রেকর্ডটা নিজেদের করে নিত এশিয়ার দলটি। ১০ রানে অলআউট হয়ে সর্বনিম্ন রানের রেকর্ডটি আইল অব ম্যানের। ২০২৩ সালে স্পেনের বিপক্ষে বিব্রতকর রেকর্ডটি গড়ে তারা।

জাপান সফরে গিয়ে প্রথম টি-টোয়েন্টিতেও খুব বেশি রান করতে পারেনি মঙ্গোলিয়া। প্রথমটিতে ৩৩ রানে অলআউট হয়ে যৌথভাবে ফিনল্যান্ডের সঙ্গে ৯ নম্বরে ছিল তারা। আজ ১২ রানে অলআউট হয়ে দ্বিতীয় সর্বনিম্নের রেকর্ড গড়েছে। জাপানের হয়ে ৭ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন কাজুমা কাতো-স্ট্যাফোর্ড। মঙ্গোলিয়ার ২০৫ রানের পরাজয়ে ৭ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে জাপান।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত