হোম > খেলা > ক্রিকেট

একই ভুল কেন বারবার করছে বাংলাদেশ, যা বললেন শান্ত

গোয়ালিয়র থেকে দিল্লি—ভেন্যু বদলালেও ভারত সফরে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যানসের ছবিটা একই। টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং-বোলিং কোনোটাতেই জ্বলে উঠতে পারছে না নাজমুল হোসেন শান্তর দল। শান্তর কাছেও ব্যাপারটা ভালো মনে হচ্ছে না।

প্রথম টি-টোয়েন্টি থেকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের উন্নতি কেবল ৮ রানের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে ২২২ রান তাড়া করতে ব্যর্থ বাংলাদেশ আটকে গেছে ৯ উইকেটে ১৩৫ রানে। যেখানে জয়ের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম ওভারে আর্শদীপ সিংকে পিটিয়ে ১৪ রান নেন পারভেজ হোসেন ইমন। ৪ ওভার শেষে স্কোর ছিল ১ উইকেটে ৩৮ রান। সেখান থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। অথচ প্রথম ইনিংসে রিংকু সিং ও নীতিশ কুমার রেড্ডি বাংলাদেশের বোলারদের ‘কাউন্টার অ্যাটাক’ করেছেন। ৮৬ রানে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বললেন, ‘একই ভুলগুলো আবার করলাম। যেটা দল হিসেবে ভালো ব্যাপার না।’

টস জিতে গতকাল বোলিংয়ের সিদ্ধান্ত নেন শান্ত। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে পাওয়ারপ্লেতে (প্রথম ৬ ওভারে) ভারতের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ৪৫ রান। পরবর্তীতে বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে সাইক্লোন বইয়ে গেছে। তানজিম হাসান সাকিব (৫০) ও রিশাদ হোসেন (৫৫) রান খরচে ‘ফিফটি’ ছুঁয়েছেন। আশানুরূপ বোলিংটা করেছেন শুধু তাসকিন আহমেদ। ৪ ওভারে ১৬ রানে নেন ২ উইকেট। টস জিতে ফিল্ডিং নেওয়া কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘বোলিংয়ের সিদ্ধান্তটা ভালো ছিল। প্রথম ৬-৭ ওভার ভালো বোলিং করেছি। তবে পরবর্তীতে পরিকল্পনা কাজে লাগাতে পারিনি।২-৩ উইকেট নেওয়া উচিত ছিল শুরুতে ধাক্কা দেওয়ার পর। কিন্তু আমরা তাদের উইকেট নিতে পারিনি।’

গোয়ালিয়রের সিন্ধিয়া মাধবরাও স্টেডিয়ামে রোববার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। তবে সেই সুযোগটাও শান্তরা কাজে লাগাতে পেরেছিলেন কই! ১৯.৫ ওভারে ১২৭ রানেই শেষ বাংলাদেশ। দিল্লিতে গত রাতে মাহমুদউল্লাহ রিয়াদ ৩৯ বলে ৪১ রান না করলে বাংলাদেশ ১০০ রানের বেশি ব্যবধানে হারতে পারত। টি-টোয়েন্টি সিরিজে শান্তর ব্যাটে এসেছে ৩৮ রান। দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও সিরিজ বাঁচানোর ম্যাচে গত রাতে ইনিংস বড় করতে পারেননি। বাজে ব্যাটিংয়ের দায় স্বীকার করে শান্ত বলেন, ‘ব্যাটার হিসেবে দায় আমাদের নিতে হবে। উইকেটে বেশিক্ষণ থাকতে হবে।’

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে