হোম > খেলা > ক্রিকেট

আয়ারল্যান্ডের মতো আফগানদের মনে করলে বিপদ দেখছেন আকরাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১০ জুন বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল গতকাল জানিয়েছেন, সিরিজটি খুবই আকর্ষণীয় হতে পারে। তিনি মনে করেন, আফগানরা অনেক মানসম্পন্ন দল। 

গতকাল হামবানটোটা শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশ যেন আরও সতর্ক। এমনিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ নয়। বিসিবি পরিচালক আকরাম খান মনে করেন, আফগানিস্তানকে আয়ারল্যান্ডের মতো করে দেখার সুযোগ নেই। আর সেটা যদি হয়, তবে তা বাংলাদেশের জন্য বিপদ হয়ে আসবে।

শ্রীলঙ্কা ম্যাচের দিকে না তাকালেও চলে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তিন সংস্করণেই সর্বশেষ ম্যাচটি হেরেছে। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে আকরাম বলেছেন, ‘আফগানিস্তানকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। তাদের কোয়ালিটি প্লেয়ার আছে, কোয়ালিটি বোলার অনেক আছে এবং ব্যাটার যারা আছে, তাদের ধারাবাহিকতা অনেক ভালো। ওদেরকে যদি সহজভাবে নেওয়া হয় যে– আয়ারল্যান্ডের মতোই তারা, তাহলে আমাদের জন্য নেতিবাচক হয়ে আসবে এটা।’

তিনি যোগ করেন, ‘ওরা একটা শক্তিশীল দল। শ্রীলঙ্কাকে হারানো অনেক বড় একটা ব্যাপার। আমরা যেভাবে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছি নিজেদের ও ইংল্যান্ডের মাঠে, ওইভাবে যদি ভালো ক্রিকেট খেলতে পারি, ইনশা আল্লাহ আমরা ভালো করব। আমাদের নিজেদের মাঠে খেলার সুবিধা আছে। এই মাঠে আমাদের অভিজ্ঞতা অনেক। এই সুবিধাটা নিতে পারলে আমরা ভালো করব।’

এই সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। ১৪ থেকে ১৮ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ।

নিলামের আগেই পিএসএল জানাল, খেলবেন মোস্তাফিজ

বিমানবন্দরে জিম্বাবুয়ের তালে তালে নেচেছে বাংলাদেশ

কলকাতা কি মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেবে

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন হেড

কোনো আলাপ-আলোচনা ছাড়াই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় বোর্ড

দ্রাবিড়কে ছাড়িয়ে সাঙ্গাকারা-শচীনদের তাড়া করছেন স্মিথ

স্টোকসের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের ‘ঝগড়া থামাতে’ গেলেন পাকিস্তানি আম্পায়ার

বিপিএলে আতশি কাচে সুজনও

‘বাংলাদেশে মাহমুদউল্লাহর মতো সেরা ফিনিশার আর কেউ নেই’