হোম > খেলা > ক্রিকেট

বিগ ব্যাশের পর এবার জিম আফ্রো টি-টেন লিগে রিশাদ

জাতীয় দলের হয়ে দারুণ সময় কাটছে রিশাদ হোসেনের। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়ে রাঙিয়েছেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। রেকর্ডগড়া বোলিং করে কুড়ি ওভারে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে নিয়েছেন সর্বোচ্চ ১৪ উইকেট। তারপর থেকেই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ডাক পড়ছে এই লেগ স্পিনারের। 

কদিন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ডাক পান রিশাদ। এবার তাকে দলে ভিড়িয়েছে জিম আফ্রো টি-টেন লিগের দল হারারে বোল্টস। বিগ ব্যাশের আগামী টুর্নামেন্টে হোবার্ট হারিকেনসের হয়ে খেলার কথা তাঁর। 

আগামী পরশু হবে ২০২৪ জিম আফ্রো টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফট। তার আগে আজ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬ দলের সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। হারারে বোল্টস সরাসরি চুক্তিতে নিয়েছে রিশাদকে। গত বছর টুর্নামেন্টের প্রথম সংস্করণে জোবার্গ বাফেলোজের হয়ে মুশফিকুর রহিম ও বুলাওয়ায়ো ব্রেভসের হয়ে খেলেছিলেন তাসকিন আহমেদ। 

জিম্বাবুয়ের হারারেতে আগামী ২১ সেপ্টেম্বর শুরু হবে জিম আফ্রো টি-টেন লিগের দ্বিতীয় সংস্করণ, শেষ হবে ২৯ সেপ্টেম্বর। রিশাদের পাশাপাশি হারারে বোল্টস সরাসরি চুক্তিতে আরও দলে নিয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম, শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা, ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইস, স্কটিশ ব্যাটার জর্জ মুনসিদের। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পেলে জিম আফ্রো টি-টেন লিগে খেলার দারুণ সুযোগ রয়েছে রিশাদের। টুর্নামেন্ট চলাকালীন টেস্ট খেলতে ভারত সফরে থাকবে বাংলাদেশ দল। দুই টেস্ট শেষ হলে ৬ অক্টোবর থেকে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। এর আগেই শেষ হয়ে যাবে টি-টেন লিগ।

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা

ইংল্যান্ডকে বড্ড বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া

বিপিএলে লিটনদের কি টানা ম্যাচ খেলতে দেবে বিসিবি

পুরো আইপিএল খেলতে পারবেন না মোস্তাফিজ

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ম্যাচের কথা মনে করাল নিউজিল্যান্ড

বাজে পরিবেশে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আয়োজন করে তোপের মুখে বিসিসিআই

সতীর্থরাই ডোবালেন মোস্তাফিজকে