হোম > খেলা > ক্রিকেট

স্ত্রীর আশা পূরণে বাংলাদেশ দলে ফিরতে চান নাসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একটা সময় নাসির হোসেন ছিলেন নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের কাছে ‘অটোমেটিক চয়েস’। লোয়ার মিডল অর্ডারে ধারাবাহিক ভালো ব্যাটিং করে দেশের ক্রিকেটে পরিচিত পেয়েছিলেন ‘ফিনিশার’ হিসেবে। সেই নাসির অনেক দিন হলো নেই জাতীয় দলে। নেই জাতীয় দলের আশপাশেও।

সব ভুলে নাসিরের একটাই লক্ষ্য জাতীয় দলে ফেরা। তার আগে আছে জাতীয় লিগ। আগামী মাসে শুরু হতে যাওয়া জাতীয় লিগ সামনে রেখে অনুশীলন শুরু করেছেন নাসির। তাঁর অসংখ্য ভক্তকুলের মতো স্ত্রী তামিমাও চান, আবার জাতীয় দলে খেলবেন নাসির। সেটি গত মার্চে সাংবাদিকদের এমনটাই জানিয়েছিলেন তামিমা।

আজ মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে নাসির তাই বলছিলেন, ‘অবশ্যই আমি চেষ্টা করব (স্ত্রী ইচ্ছেপূরণ)। যত দিন ক্রিকেট খেলব আমি চেষ্টা করব জাতীয় দলে ফিরতে। আমার মনে হয়, এটাই সব খেলোয়াড়ের স্বপ্ন। আমারও স্বপ্ন আবার যাতে জাতীয় দলে যেন ফিরতে পারি।’ 

ফিরতে কী কী করতে হবে সেটিও অজানা নয় নাসিরের। বললেন, ফিরতে অনুশীলনের বিকল্প নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিটনেসের ওপর বেশি কাজ করছি। যেহেতু করোনার জন্য আমরা (অনুশীলনের জন্য) উইকেট ওভাবে পাচ্ছি না। আমার বিশ্বাস, আমরা এখন উইকেট পাব। তাহলে ব্যাটিং-বোলিং দুই অনুশীলনই হবে।’ 

নাসিরের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের অনেক নিয়মিত মুখ আজ অনুশীলনে এসেছিলেন জাতীয় লিগ সামনে রেখে। ঘরোয়া লিগে ভালো করাই আপাতত নাসিরের সব মনোযোগ। বললেন, ‘ঘরোয়া লিগে সব সময়ই চেষ্টা করি সর্বোচ্চ রান করার। এবারও যখন (জাতীয় লিগ) শুরু হবে, এটাই আমার লক্ষ্যে থাকবে।’  

ক্রিকেট ক্যারিয়ারে ভক্তদের ভালোবাসা ও সমালোচনা দুটিই সমান্তরালে সইতে হয়েছে নাসিরকে। ভালো খেললেই পেয়েছেন ভক্তদের হাততালি। আবার ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কখনো তাঁকে দুয়োধ্বনি দিতেও সময় নেননি দর্শকেরা। তবে নাসির মনে রাখছেন ভালোবাসাটাই। আজ মিরপুরে বললেন, ‘ভক্তদের উদ্দেশে এতটুকুই বলব, তারা সব সময় আমাকে সমর্থন করে আসছে। তাদের কাছে দোয়া চাচ্ছি। ইনশা আল্লাহ আবার জাতীয় দলে ফিরব।’

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ