হোম > খেলা > ক্রিকেট

সৌম্যর আশা, সেন্ট কিটসের প্রতিশোধ সেন্ট ভিনসেন্টে নেবে বাংলাদেশ

আজকের পত্রিকা ডেস্ক­

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা সৌম্যর। ছবি: এএফপি

ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি টেস্ট জিতলেও ওয়ানডে সিরিজে হতাশই করল বাংলাদেশ দল। ৫০ ওভারের সিরিজে ধবলধোলাইয়ের ধাক্কা নিয়ে পরশু থেকে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবেন লিটন দাসরা। তবে দলের ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার আশাবাদী, সেন্ট কিটসের প্রতিশোধ সেন্ট ভিনসেন্টে কুড়ি ওভারের সিরিজে নেবেন তাঁরা।

শুক্রবার টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু সেন্ট ভিনসেন্টে এসে পৌঁছায় বাংলাদেশ দল। ফ্লাডলাইটের আলোয় ম্যাচের ভেন্যুতে অনুশীলনও করেছে লিটনের দল। প্রস্তুতির পর দলের ওপেনার সৌম্য বলেছেন, ‘ভালো কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নামব আমরা। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে (টি-টোয়েন্টি সিরিজে)। দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই সেরা ছন্দে ফিরতে পারলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো কিছু সম্ভব।’

গ্লোবাল সুপার লিগে দারুণ ছন্দে ছিলেন সৌম্য। বাঁহাতি ব্যাটারের আত্মবিশ্বাসও তাই তুঙ্গে। ফাইনালের ম্যাচ-সেরা ও টুর্নামেন্ট সেরা পুরস্কার ওঠে তাঁর হাতে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। পাঁচ ম্যাচে করেছেন ১৮৮ রান। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান টি-টোয়েন্টি সিরিজে। শেষ ওয়ানডেতে ৭৩ রানের দুর্দান্ত একটি ইনিংসও খেলেছেন। সৌম্য বলেন, ‘কিছুদিন আগে এখানকার কন্ডিশনে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা হয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ ভিন্ন। এখানে বড় বা ছোট দল বলে কিছু নেই; যারা ২০ ওভার ভালো খেলবে, তারাই জিতবে।’

ওয়ানডে সিরিজে ব্যাটাররা ভালো করলেও বোলিং আক্রমণ সেভাবে ছন্দে ছিল না। সৌম্যর বিশ্বাস, টি-টোয়েন্টি সিরিজে বোলাররাও ঘুরে দাঁড়াবে, ‘ওয়ানডে সংস্করণে আমরা বরাবরই ভালো করেছি। যদিও কিছু সিরিজে ফল আমাদের পক্ষে আসেনি। ব্যাটারদের ধারাবাহিক রান করা ইতিবাচক দিক। বোলাররাও দারুণ করেছে, যদিও ওয়ানডে সিরিজে কিছুটা কঠিন সময় পার করতে হয়েছে। তবে আমি আশাবাদী, তারা এই সিরিজে ঘুরে দাঁড়াবে।’

আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে: ক্রীড়া উপদেষ্টা

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

ক্রিকেটারদের সঙ্গে কী আলোচনা হয়েছিল ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চলছে লিটনদের বৈঠক

বিপিএল ফাইনাল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে মেহেদীর কী কথা হয়েছে

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান