হুট করেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। এ নিয়ে ফ্র্যাঞ্চাইজিটি দায় চাপিয়ে দেয় সদ্য বিদায়ী কোচ পল নিক্সনকে। তাতে বিস্মিত ইংলিশ কোচ। এ ঘটনায় তোলপাড় বিপিএলের চট্টগ্রাম পর্ব। মিরাজ এবার সরাসরি আঙুল তুললেন চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আলীর দিকে।
আজ টিম হোটেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন মিরাজ। তিনি বলেছেন, ‘খেলার তিন ঘণ্টা আগে আমাকে বলেছে তুমি অধিনায়কত্ব করছ না। সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি জানতে চেয়েছি কেন আপনারা এমন সিদ্ধান্ত নেবেন। আপনাদের চিন্তা ভাবনা থাকলে আমাকে আগে থেকেই জানিয়ে দিতেন-আমি কী বলেছি আমার অধিনায়কত্ব লাগবে। এটাতো খেলোয়াড়ের জন্য অপমানজনক।’
শুধু তাই নয়, প্রধান নির্বাহী থাকলে তিনি আর খেলবেন না বলে জানিয়েছেন মিরাজ, ‘সিইওকে সব সময়তো ব্যস্ত থাকে দেখি। ও যদি দলে থাকে আমি থাকব না। ইয়াসির ভাই যদি না থাকে তাহলে আমি খেলব, নয়তো খেলব না। এটা স্পষ্ট।’ তবে ইয়াসিরের আচরণে ক্ষোভ প্রকাশ করলেও টিম ম্যানেজমেন্টের ওপর কোনো অভিযোগ নেই তাঁর।