হোম > খেলা > ক্রিকেট

কাদের ‘জোকার’ বললেন ক্রিকেটার সাব্বির

ক্রীড়া ডেস্ক    

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিন বছর দলের বাইরে সাব্বির রহমান। ছবি: ফাইল ছবি

২০২২ সালে বাংলাদেশ দলে আর দেখা যায়নি সাব্বির রহমানকে। ঘরোয়া ক্রিকেটে বলার মতো পারফরম্যান্স না থাকলেও সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে জোর আলোচনা টি-টোয়েন্টি দলে ফেরানোর বিষয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দল ঘোষণার পর এক পোস্ট দিয়ে আবার আলোচনায় সাব্বির।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ দুপুরে সাব্বির এক পোস্টে লিখেছেন, ‘পুরোদস্তুর জোকার।’ পোস্টের শেষে জোকারের ইমোজি জুড়ে দিয়েছেন। সাব্বির এই জোকার কাদের বলছেন সেটি অবশ্য স্পষ্ট নয়। কদিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারী। চমক হিসেবে এসেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এই দল ঘোষণা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এল সাব্বিরের জোকার নিয়ে পোস্ট।সেপ্টেম্বরে সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে রাজশাহীর হয়ে ৭ ম্যাচে ১৩৯.৭২ স্ট্রাইকরেটে করেছিলেন ১০২ রান। সর্বোচ্চ ৩৫ রান করেছিলেন তিনি। ১৩৯.৭২ স্ট্রাইকরেট বর্তমান টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। তবু তাঁকে টি-টোয়েন্টি দলে ফেরানো নিয়ে চলছে আলোচনা।

ক্রিকেটে জোকার বললেই সবার আগে আসে ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার মহিন্দর অমরনাথের সেই বিখ্যাত উক্তিটি। জোকারস নিয়ে একটি মজার ঘটনা আছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচকদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘এক ঝাঁক জোকার।’ সাব্বির কি তাহলে অমরনাথকে অনুসরণ করে বিসিবি নির্বাচকদের খোঁচা দিলেন?

ফেসবুকে আজ জোকারস লিখে পোস্ট দিয়েছেন সাব্বির রহমান। ছবি: সাব্বির রহমানের ফেসবুক পেজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে এখন তারা মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। পরশু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা