হোম > খেলা > ক্রিকেট

তানজিদ ০, লিটন ০

ক্রীড়া ডেস্ক    

এবার রানের খাতাও খুলতে পারলেন না লিটন। বিসিবির ফাইল ছবি

২, ৪ ও ০—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই হলো লিটন দাসের রান। ব্যাটিংয়ে অধরাবাহিকতার বৃত্তে আটকে পড়া বাংলাদেশ উইকেটরক্ষক আজ আবারও উইকেট দিয়েছেন বাজে শট খেলে।

পেসার আলজারি জোসেফের আউটসাইড অফের বল খোঁচা মেরে স্লিপে ব্রেন্ডন কিংয়ের হাতে বন্দী ফিরেছেন লিটন। উইকেটে টিকেছিলেন মাত্র ২ বল। তাঁর বিদায়ে বাংলাদেশের ওপর চাপ আরও বেড়েছে। এর আগে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে দেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশ ওপেনারও ফিরেছেন ডাক মেরে।

ডাক মেরে ফিরতে পারতেন আরেক ওপেনার সৌম্য সরকারও। আলজারির করা ইনিংসের চতুর্থ বলে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু স্লিপে সেই সহজ ক্যাচ ছেড়ে দেন কিং। আলজারি সেই উইকেট না পেলেও তৃতীয় ওভারে করেন জোড়া শিকার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৪ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন সৌম্য (৮), সঙ্গে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (১৩)।

হোয়াইওয়াশ এড়াতে এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। হারলে ২০১৪ সালের পর উইন্ডিজে হবে হোয়াইটওয়াশ।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল