ঢাকা: কারোনায় বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় জিম্বাবুয়ে সরকার সব খেলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পরশু শুরু হওয়া জিম্বাবুয়ে ‘এ’ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের চার দিনের ম্যাচটি স্থগিত করা হয়েছে। আর এতেই বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিয়ে সংশয় তৈরি হয়েছে।
১টি টেস্ট,৩টি ওয়ানডে আর ৩টি টি-টোয়েন্টি খেলেতে এই মাসের শেষ সপ্তাহে জিম্বাবুয়ে যাওয়ার কথা আছে বাংলাদেশ দলের। সাত বছর পর জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ। কিন্তু করোনা সফরটা শঙ্কায় ফেলে দিয়েছে। বিসিবি অবশ্য সিরিজ নিয়ে এখনো আশাবাদী। তারা জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে যোগাযোগ রাখছে নিয়মিত।
কাল মিরপুরে সংবাদমাধ্যমকে বিবিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সফর নিয়ে আশার কথাই শোনালেন, ‘করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জিম্বাবুয়ে সরকার সব ধরনের খেলা বন্ধ রেখেছে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড সরকারের সঙ্গে ক্রিকেট চালিয়ে নিতে আলোচনা চালিয়ে যাচ্ছে। জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান নির্বাহী জানিয়েছেন, তারা সরকারের সঙ্গে সিরিজ আয়োজন নিয়ে আলোচনা করছে। তারা সিরিজ নিয়ে আশাবাদী।’