হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মিঠুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘদিনের বিরতি শেষে মাঠে নামছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। চার দিনের ম্যাচ দিয়ে আজ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘এ’ দল ও এইচপি দলের মধ্যে সিরিজ। পারিবারিক কারণে সিরিজের প্রথম চার দিনের ম্যাচটি অধিনায়ক মুমিনুল হক খেলবেন না আগেই জানা ছিল। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন।

মিঠুনকে অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। বিসিবির প্রধান নির্বাচক আজকের পত্রিকাকে বলেছেন, ‘মুমিনুল প্রথম চার দিনের ম্যাচটি খেলবে না। সে দ্বিতীয় চার দিনের ম্যাচ দিয়ে ফিরবে। প্রথম ম্যাচে মিঠুন অধিনায়কত্ব করবে।’ মা করোনা আক্রান্ত হওয়ায় মেহেদী হাসান মিরাজও চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। প্রথম ম্যাচে এই অলরাউন্ডার খেলবেন না, পরের ম্যাচগুলো খেলবেন কিনা সেটিও অনিশ্চিত।

সূচি অনুযায়ী সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটি মাঠে গড়াবে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর। মুশফিকুর রহিম এ দলের হয়ে খেলতে চাওয়ায় অবশ্য একদিনের ম্যাচের প্রথম দুটির সূচি বদল করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর হবে এই দুটি ম্যাচ। শেষ ম্যাচটি হওয়ার কথা ৪ অক্টোবর।

ফখর জামানকে কেন শাস্তি দিল আইসিসি

৩ ফিফটিতে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার দিন

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার