হোম > খেলা > ক্রিকেট

সরফরাজের বদলে কেন রিজওয়ান, ব্যাখ্যা দিলেন পাকিস্তান অধিনায়ক

সরফরাজ আহমেদ নাকি মোহাম্মদ রিজওয়ান-পাকিস্তানের দুই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে চলছিল আলাপ আলোচনা। মেলবোর্নে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টের পাকিস্তান দলে শেষ পর্যন্ত থেকে গেলেন রিজওয়ান। একাদশে থাকবেন কি না তা এখনো জানা যায়নি। রিজওয়ান আসায় বাদ পড়লেন সরফরাজ। 

রিজওয়ান সর্বশেষ টেস্ট খেলেছেন এ বছরের জুলাইয়ে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) শ্রীলঙ্কার বিপক্ষে। সেই টেস্টে সরফরাজও ছিলেন এবং তিনি খেলেছেন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে। সরফরাজ সর্বশেষ টেস্ট খেলেছেন পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে। এই টেস্টে পাকিস্তান হেরেছে ৩৬০ রানের বিশাল ব্যবধানে। যা টেস্টে রানের হিসেবে পরাজয়ে দ্বিতীয় সর্বোচ্চ। এই টেস্টে সরফরাজ দুই ইনিংস মিলে করেছেন ৭ রান। 

অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে পারফরম্যান্সে সরফরাজের চেয়ে তুলনামূলক এগিয়ে রিজওয়ান। ২৯.৮৭ গড়ে সরফরাজের রান ২৩৯ রান। আর রিজওয়ানের রান ১৭৭, গড় ৪৪.২৫। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘যদি আমার কাছে উপায় থাকত, তাহলে দুজনকেই খেলাতাম। তবে সেটা সম্ভব নয়। আমাদের মনে হচ্ছে, রিজওয়ান এখন প্রস্তুত। সরফরাজকে কিছুটা বিশ্রাম দেওয়া উচিত।’ 

গত বছরের শেষে ঘরের মাঠে পাকিস্তান টেস্ট খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজে ২ টেস্টে ৪ ইনিংসে ৮৩.৭৫ গড়ে করেন ৩৩৫ রান। ৩ ফিফটি ও ১ সেঞ্চুরি করেন। এরপর থেকেই সরফরাজ টেস্ট দলে বেশ নিয়মিত হয়েছেন। একই সঙ্গে রিজওয়ান উইকেটরক্ষক ব্যাটার হওয়ায় টেস্টে তিনি পারছিলেন না নিয়মিত হতে। তবে পাকিস্তানের ওয়ানডে, টি-টোয়েন্টি দলেই তিনি নিয়মিত খেলতে থাকেন। এই প্রসঙ্গে মাসুদ বলেন, ‘রিজওয়ান সবেমাত্র বিশ্বকাপ শেষে এসেছেন। সাদা বলের ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছেন। লাল বলের ক্রিকেটে তার বিশাল একটা বিরতি পড়েছে যেদিন থেকে সরফরাজ নিউজিল্যান্ড সিরিজ খেলেছেন। সরফরাজের সেই (নিউজিল্যান্ড সিরিজ) সিরিজে দারুণ পারফরম্যান্স ছিল। সবকিছুই একটা প্রক্রিয়াতে ছিল।’ 

মেলবোর্ন টেস্টে পাকিস্তানের ঘোষিত ১২ সদস্যের দলে রয়েছেন ৩ পেসার ও ২ স্পিনার। শাহিন শাহ আফ্রিদির সঙ্গে বাকি দুই পেসার হচ্ছেন হাসান আলী ও আমির জামাল। হাসান সর্বশেষ টেস্ট খেলেন এ বছরের জানুয়ারিতে। অন্যদিকে আমির জামাল পার্থে নিজের অভিষেক টেস্টে নিয়েছেন ৭ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। মেলবোর্নে পাকিস্তানের দলে ২ স্পিনার হচ্ছেন মীর হামজা ও সাজিদ খান। পাশাপাশি খন্ডকালীন অফ স্পিনার হিসেবে আগা সালমান তো থাকছেন। পার্থে একমাত্র স্পিনার হিসেবে তিনিই খেলেছেন। 

মেলবোর্ন টেস্টে পাকিস্তানের দল: 
শান মাসুদ (অধিনায়ক), ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, মীর হামজা, আমির জামাল, সাজিদ খান।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু