হোম > খেলা > ক্রিকেট

ভরাডুবির পর কোচকে নিয়ে কী সিদ্ধান্ত নেবে ভারতীয় বোর্ড

ক্রীড়া ডেস্ক    

গৌতম গম্ভীর। ছবি: এক্স

টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের লজ্জাজনক হারের পর তোপের মুখে পড়েছেন প্রধান কোচ গৌতম গম্ভীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বরখাস্তের দাবি তুলেছেন ভক্তরা। তবে চাকরি নিয়ে ভাবতে হচ্ছে না শুবমান গিল, যশপ্রীত বুমরাদের প্রধান কোচকে।

২ ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে ধবলধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটি টেস্টে ৪০৮ রানে হেরে তো রীতিমতো লজ্জার রেকর্ড গড়েছে স্বাগতিক দল। এই সংস্করণে রানের হিসেবে এটা ভারতের সবচেয়ে বড় হার। এমন ব্যর্থতার পরও আপাতত গম্ভীরকে বরখাস্ত করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থাটির একটি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ওই সূত্র জানিয়েছে, বিসিসিআই গম্ভীরের উপর আস্থা অব্যাহত রেখেছে। দল পুনর্গঠনের সময় তাঁকে সম্পূর্ণ সহায়তা করবে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। টেস্ট সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি–টোয়েন্টি খেলবে ভারত। সূত্র আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ের ব্যর্থতা কাটিয়ে উঠতে প্রোটিয়াদের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষে আলোচনায় বসবেন টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরারা।

এনডিটিভিকে বিসিসিআইয়ের সূত্র বলেছে, ‘আমরা এই মুহূর্তে কাউকে গৌতম গম্ভীরের স্থলাভিষিক্ত করতে চাই না। তিনি দল পুনর্গঠন করছেন। তাঁর চুক্তি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চলবে। দক্ষিণ আফ্রিকা সফর শেষে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের মধ্যে বৈঠক হবে। কীভাবে টেস্ট দলের পারফরম্যান্সের উন্নতি করা যায় সেটা নিয়ে গম্ভীরের সঙ্গে আলোচনা করা হবে।’

গম্ভীরকে বরখাস্ত না করার পক্ষে মত দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার। তিনি বলেন, ‘গম্ভীর কোচের ভূমিকায় আছে। কোচ একটা দল তৈরি করতে পারেন। মাঠের কাজটা তো খেলোয়াড়দের করতে হবে। যারা তাঁকে জবাবদিহি করতে বলছেন, তাঁদের কাছে আমার পাল্টা প্রশ্ন হলো–গম্ভীরের অধীনে ভারত যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, তখন আপনি কোথায় ছিলেন? তাঁর অধীনে ভারত যখন এশিয়া কাপ জিতেছিল, তখন আপনি কী করেছেন? অথচ এখন আপনি বরখাস্তের দাবি তুলেছেন।’

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত