হোম > খেলা > ক্রিকেট

রাহুল-জাদেজার জুটিতে ভারতের জয়

টেস্টে সিরিজ জয়ের পর ওয়ানডেতেও দুর্দান্ত শুরু করেছে ভারত। প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকেরা। 

লক্ষ্য মাত্র ১৮৯ রান। সেই লক্ষ্য তাড়া করতেই ঘাম ছুটেছে ভারতের। তবে ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে অপরাজিত ১০৮ রানের জুটি গড়ে দলকে জয় এনে দিয়েছেন লোকেশ রাহুল। 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেও বড় পুঁজি পায়নি অজিরা। ওপেনার মিচেল মার্শের ফিফটিতে ২০ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ১২৯ রান করে ফেলেছিল সফরকারীরা। কিন্তু এর পরের ১৫ ওভারের মধ্যেই অলআউট তারা। মোহাম্মদ শামি ও জাদেজার ঘূর্ণিতে ৩৫.৪ ওভারে ১৮৮ রান করতে পারে অজিরা। 

 ৬৫ বলে মার্শের ৮১ রানের ইনিংস ছাড়া আর কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন জশ ইংলিস। ৩টি করে উইকেট ভাগাভাগি করেছেন শামি ও মোহাম্মদ সিরাজ। 

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ভালো শুরু করে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের তোপে ৩৯ রানের মধ্য চার টপ-অর্ডারকে হারিয়ে ধুঁকছিল ভারত। দলীয় শতরান পেরোনোর আগে নেই ৫ উইকেট। সেখান থেকেই উইকেটরক্ষক রাহুল ও অলরাউন্ডার জাদেজার জুটি। এই জুটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ভারতের ষষ্ঠ উইকেটে চতুর্থ সর্বোচ্চ। দুজনে মাঠ ছাড়েন ভারতকে জয় এনে দিয়ে। 

রাহুল ৯১ বলে ৭ চার ও ১ ছয়ে অপরাজিত থাকেন ৭৫ রানে। অথচ বাজে পারফরম্যান্সের কারণে বেশ কয়েক দিন ধরে সমালোচিত হচ্ছিলেন তিনি। ওয়ানডেতে পাঁচে নেমে অবশ্য সফল রাহুল। এবারও তার প্রমাণ দিলেন। এই পজিশনে গত ৭ ইনিংসে ৫৬ গড়ে ৩ ফিফটিতে ২৮০ রান করেছেন তিনি। 

ম্যাচ সেরা হওয়া জাদেজা ৬৯ বলে ৫ চারে করেন অপরাজিত ৪৫ রান। তার আগে বোলিংয়ে ৯ ওভারে ৪৬ দিয়ে ২ উইকেট নেন তিনি।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড