হোম > খেলা > ক্রিকেট

ভারতে জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ

পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে চনমনে বাংলাদেশ দল। সেপ্টেম্বর-অক্টোবরে তাদের পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে। ভারত সফর সামনে রেখে দেশীয় কোচদের অধীনে অনুশীলনও শুরু করেছেন নাজমুল হোসেন শান্তরা। 

পাকিস্তানকে ধবলধোলাই করে ভারত সিরিজেও দারুণ কিছু করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। শরীফুল ইসলাম জানিয়েছেন, ভারতের বিপক্ষেও তাঁরা জয় দিয়ে সিরিজ শুরু করতে চান। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে এই পেসার বলেছেন, ‘ভারত পাকিস্তানের থেকে ভালো দল। বড় দল। বড় দলের সঙ্গে আমরা ভালো খেললে সবাই আমাদের সমীহ করবে। বিশ্ব ক্রিকেট আমাদের দেখবে। আমরা যেভাবে চেষ্টা করছি, তাতে আমরা ভালো করব। আমরা চেষ্টা করব জয় দিয়ে সিরিজ শুরু করতে। কারণ, আমরা একটা সিরিজ ভালোভাবে শেষ করতে পারছি।’ 

শরীফুল বলেছেন প্রস্তুতিটাও তাঁদের ভালো হচ্ছে, ‘আগে আমরা খেলেছি কোকাবুরা বলে। এখন অনুশীলন করছি এসজি বলে। আশা করি সময়ের সঙ্গে দ্রুত আয়ত্ত করে ফেলব সবকিছু। বল নিয়ে আমরা আয়ত্ত করতে পারলে বোলিংটা ভালো হবে।’

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পেসাররা ছিলেন দুর্দান্ত। সিরিজ জয়ে তাঁদের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। গত কয়েক বছরে পেস বোলিং আক্রমণের উন্নতির চিত্রও এটি। বেশ কয়েকজন পেসার রয়েছেন দলে। শরীফুলের মতে, পেসারদের মধ্যে চলমান স্বাস্থ্যকর প্রতিযোগিতাও বাংলাদেশের জন্য ভালো কিছু। 

নিজেদের মধ্যে প্রতিযোগিতা প্রসঙ্গে শরীফুল বললেন, ‘আমাদের পেসারদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে। আগে একজন খেলত, এখন তিনজন খেলে। বাকিরা বাইরে তৈরি থাকে সুযোগের জন্য। কেউ চোটে পড়লে কিংবা কেউ কোনো কারণে বাদ পড়লে বদলি হিসেবে যে খেলে, সেই অভাবটি বোঝা যায় না। আমি চোটে পড়লাম। তাসকিন ভাই ভালো করল। আমার খুব ভালো লাগছে। এই যে সবাই ভালো করছে। এটা দেখতেও ভালো লাগে। পেসারদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে, লড়াই চলছে। লড়াই করে দলে আসছে। আমার মনে হয় বাংলাদেশের জন্য দারুণ কিছু।’

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার