হোম > খেলা > ক্রিকেট

ভারতে জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ

পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে চনমনে বাংলাদেশ দল। সেপ্টেম্বর-অক্টোবরে তাদের পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে। ভারত সফর সামনে রেখে দেশীয় কোচদের অধীনে অনুশীলনও শুরু করেছেন নাজমুল হোসেন শান্তরা। 

পাকিস্তানকে ধবলধোলাই করে ভারত সিরিজেও দারুণ কিছু করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। শরীফুল ইসলাম জানিয়েছেন, ভারতের বিপক্ষেও তাঁরা জয় দিয়ে সিরিজ শুরু করতে চান। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে এই পেসার বলেছেন, ‘ভারত পাকিস্তানের থেকে ভালো দল। বড় দল। বড় দলের সঙ্গে আমরা ভালো খেললে সবাই আমাদের সমীহ করবে। বিশ্ব ক্রিকেট আমাদের দেখবে। আমরা যেভাবে চেষ্টা করছি, তাতে আমরা ভালো করব। আমরা চেষ্টা করব জয় দিয়ে সিরিজ শুরু করতে। কারণ, আমরা একটা সিরিজ ভালোভাবে শেষ করতে পারছি।’ 

শরীফুল বলেছেন প্রস্তুতিটাও তাঁদের ভালো হচ্ছে, ‘আগে আমরা খেলেছি কোকাবুরা বলে। এখন অনুশীলন করছি এসজি বলে। আশা করি সময়ের সঙ্গে দ্রুত আয়ত্ত করে ফেলব সবকিছু। বল নিয়ে আমরা আয়ত্ত করতে পারলে বোলিংটা ভালো হবে।’

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পেসাররা ছিলেন দুর্দান্ত। সিরিজ জয়ে তাঁদের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। গত কয়েক বছরে পেস বোলিং আক্রমণের উন্নতির চিত্রও এটি। বেশ কয়েকজন পেসার রয়েছেন দলে। শরীফুলের মতে, পেসারদের মধ্যে চলমান স্বাস্থ্যকর প্রতিযোগিতাও বাংলাদেশের জন্য ভালো কিছু। 

নিজেদের মধ্যে প্রতিযোগিতা প্রসঙ্গে শরীফুল বললেন, ‘আমাদের পেসারদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে। আগে একজন খেলত, এখন তিনজন খেলে। বাকিরা বাইরে তৈরি থাকে সুযোগের জন্য। কেউ চোটে পড়লে কিংবা কেউ কোনো কারণে বাদ পড়লে বদলি হিসেবে যে খেলে, সেই অভাবটি বোঝা যায় না। আমি চোটে পড়লাম। তাসকিন ভাই ভালো করল। আমার খুব ভালো লাগছে। এই যে সবাই ভালো করছে। এটা দেখতেও ভালো লাগে। পেসারদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে, লড়াই চলছে। লড়াই করে দলে আসছে। আমার মনে হয় বাংলাদেশের জন্য দারুণ কিছু।’

শুরুর আগে বিপিএলের কমিটিতে পরিবর্তন আনল বিসিবি

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ