হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজকে ওয়ার্নার বললেন, আমি তোমাকে ভালোবাসি

মোস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নারের বন্ধুত্বটা নতুন নয়। আইপিএলে এর আগেও এই দুজন খেলেছেন একই দলে। মাঝে চার মৌসুম আলাদা আলাদা দলে খেললেও তাদের সম্পর্কে যে এতটুকুও ছেদ পড়েনি, সেটি বোঝা গেল টিম বাসে এই দুজনের খুনসুটি দেখে। মোস্তাফিজের সঙ্গে বাংলায় হাসি-তামাশায় মেতে থাকতে দেখা যায় অস্ট্রেলিয়ান ওপেনারকে। 

প্রথম তিন ম্যাচের দুটিতে হারলেও আজ ফুরফুরে মেজাজেই মাঠে নেমেছেন মোস্তাফিজ-ওয়ার্নাররা। টিম বাসে দুজনের খুনসুটিও সেটিই বলছে। মোস্তাফিজকে দেখে ওয়ার্নার দারুণভাবে স্বাগত জানান। মোস্তাফিজের দিকে হাত বাড়িয়ে ওয়ার্নার বলেন, ‘হাও আর ইউ, কেমন আছ?’ উত্তরে মোস্তাফিজ বলেন, ‘ভালো।’ এর পরেই আবার ওয়ার্নার বলে ওঠেন, ‘আমি তোমাকে ভালোবাসি। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল।’

২০১৭ আইপিএলের পর আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একই দল দিল্লি ক্যাপিটালসে খেলছেন মোস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নার। সেবার ওয়ার্নারের নেতৃত্ব শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবার অবশ্য শুরুটা ভালো করতে পারেনি তাদের দল দিল্লি । হেরেছে প্রথম দুই ম্যাচেই। আজ নিজেদের তৃতীয় ম্যাচে হারের বৃত্ত ভাঙতে কলকাতার বিপক্ষে লড়ছে । এই প্রতিবেদন লেখা পর্যন্ত দিল্লির সংগ্রহ বিনা উইকেটে ৯৩ রান।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত