হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজকে ওয়ার্নার বললেন, আমি তোমাকে ভালোবাসি

মোস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নারের বন্ধুত্বটা নতুন নয়। আইপিএলে এর আগেও এই দুজন খেলেছেন একই দলে। মাঝে চার মৌসুম আলাদা আলাদা দলে খেললেও তাদের সম্পর্কে যে এতটুকুও ছেদ পড়েনি, সেটি বোঝা গেল টিম বাসে এই দুজনের খুনসুটি দেখে। মোস্তাফিজের সঙ্গে বাংলায় হাসি-তামাশায় মেতে থাকতে দেখা যায় অস্ট্রেলিয়ান ওপেনারকে। 

প্রথম তিন ম্যাচের দুটিতে হারলেও আজ ফুরফুরে মেজাজেই মাঠে নেমেছেন মোস্তাফিজ-ওয়ার্নাররা। টিম বাসে দুজনের খুনসুটিও সেটিই বলছে। মোস্তাফিজকে দেখে ওয়ার্নার দারুণভাবে স্বাগত জানান। মোস্তাফিজের দিকে হাত বাড়িয়ে ওয়ার্নার বলেন, ‘হাও আর ইউ, কেমন আছ?’ উত্তরে মোস্তাফিজ বলেন, ‘ভালো।’ এর পরেই আবার ওয়ার্নার বলে ওঠেন, ‘আমি তোমাকে ভালোবাসি। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল।’

২০১৭ আইপিএলের পর আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একই দল দিল্লি ক্যাপিটালসে খেলছেন মোস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নার। সেবার ওয়ার্নারের নেতৃত্ব শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবার অবশ্য শুরুটা ভালো করতে পারেনি তাদের দল দিল্লি । হেরেছে প্রথম দুই ম্যাচেই। আজ নিজেদের তৃতীয় ম্যাচে হারের বৃত্ত ভাঙতে কলকাতার বিপক্ষে লড়ছে । এই প্রতিবেদন লেখা পর্যন্ত দিল্লির সংগ্রহ বিনা উইকেটে ৯৩ রান।

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে তৈরি ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...