হোম > খেলা > ক্রিকেট

সাকিবের সঙ্গে রসায়ন জমে ভালো, বললেন সুজন

সাকিব আল হাসান আর খালেদ মাহমুদ সুজন দুজনেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার ফরচুন বরিশালকে শিরোপা জেতাতে লড়বেন। সাকিব মাঠে আর দলের প্রধান কোচ সুজন রণকৌশল সাজাবেন মাঠের বাইরে। 

বিপিএল সামনে রেখে আজ প্রথম দিনের অনুশীলনে সাকিব অবশ্য অনুপস্থিত ছিলেন। অনুশীলনে শেষে সুজন জানিয়েছেন, সাকিব দলে থাকলে তাঁর কাজটা সহজ হয়, ‘ফরচুন বরিশালের হয়ে কাজ করতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। যে দলে সাকিব আল হাসান আছে, সে দলে কাজ করা সব সময়ই সহজ হয়। আমি আর সাকিব ঢাকার (ঢাকা ডায়নামাইটস) হয়ে চার বছর কাজ করেছি। আমার আর সাকিবের রসায়ন সব সময়ই ভালো।’ 

বিপিএলে কখনো শিরোপা জিততে পারেনি বরিশাল। শিরোপা জেতা নিয়ে সুজন বলেন, ‘অনেক চিন্তাভাবনা করেই দল গড়েছি। তারপরও বলব প্রত্যেকটা দলই শক্তিশালী। আমরাও যথেষ্ট শক্তিশালী দল। মাঠের পারফরম্যান্সটাই গুরুত্বপূর্ণ। মোমেন্টাম ভালো থাকলে প্রথমবারের চ্যাম্পিয়ন হওয়ার মতো যথেষ্ট ভালো দল আমরা।’ 

সুজন মনে করেন টি-টোয়েন্টির জন্য দারুণ দল ফরচুন বরিশাল। তবুও এই সংস্করণে ভালো করার সুযোগ থাকে সব দলের এই কথা মনে করিয়ে দিয়ে সুজন বললেন, ‘আমরা খুবই ভারসাম্যপূর্ণ একটা দল, টি-টোয়েন্টির জন্য ঠিক যেমন হওয়া উচিত। সত্যি বলতে টি-টোয়েন্টি সংস্করণে কোনো দলকেই খারাপ বলার সুযোগ নেই। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলতে পারবে তারাই জিতবে। তবে আমি আশাবাদী।’    

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল