হোম > খেলা > ক্রিকেট

কলকাতার নতুন অধিনায়ক আইয়ার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম সংস্করণ সামনে রেখে নতুন করে অধিনায়ক নির্বাচন করেছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলকে এবার নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার।

কলকাতার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ভেনকি মাইসোর আজ এক বিবৃতিতে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন। অধিনায়ক হিসেবে এউইন মরগানের স্থলাভিষিক্ত হবেন আইয়ার। তাঁকে নিয়ে ভেনকি বলেছেন, ‘প্রথমত নিলামে সফলভাবে শ্রেয়াসকে দলে নিতে পেরে আমরা আনন্দিত। পাশাপাশি তাকে দল পরিচালনার দায়িত্ব দিতে পেরেও আমরা খুশি।’ 

আইয়ারকে নেতৃত্ব ভার দেওয়ার কারণ ব্যাখ্যায় ভেনকি বলেছেন, ‘সর্বোচ্চ পর্যায়ে মানসম্পন্ন ব্যাটার হিসেবে সে মুগ্ধতা ছড়িয়েছে। আমাদের বিশ্বাস, কেকেআরের অধিনায়ক হিসেবেও সে দারুণ কিছু করে দেখাবে।’ 

গত সপ্তাহে আইপিএলের মেগা নিলামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১২.২৫ কোটি রুপিতে আইয়ারকে দলে টানে কলকাতা। অধিনায়কত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আইয়ার বলেছেন, ‘কেকেআরের মতো দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আইপিএল ভিন্ন দেশ ও সংস্কৃতির সেরা খেলোয়াড়দের একত্রিত করে। দারুণ কিছু প্রতিভাবান খেলোয়াড়দের নেতৃত্ব দিতে উন্মুখ হয়ে আছি। আমি স্বত্বাধিকারী, ম্যানেজমেন্ট, সহকারী স্টাফসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হাদির স্মরণে ১ মিনিট নীরবতা পালন