হোম > খেলা > ক্রিকেট

মাঠে থেকেই বিসিবি পরিচালক দেখলেন শান্তদের রোগ কোথায়

নিজস্ব প্রতিবেদক, চেন্নাই থেকে

এত দিন খেলাটা দেখেছেন ক্রিকেট বিশ্লেষক কিংবা ক্রিকেটারদের ‘গুরু’ হিসেবে। এবার নাজমুল আবেদীন ফাহিম বাংলাদেশের টেস্ট দেখলেন বিসিবির একজন পরিচালক হিসেবে। চেন্নাইয়ে তাঁর সঙ্গে ছিলেন নির্বাচক হান্নান সরকার। দুজনের একসঙ্গে বসে খেলা দেখার একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে।

সেই ছবিতে নির্বাচক হান্নানের মুখে চওড়া হাসিই দেখা গেল। নির্বাচকের মুখে হাসি থাকলেও বাংলাদেশের হাসি কেড়ে নিয়েছে ভারতীয় দল। চেন্নাই টেস্টে সফরকারীদের সঙ্গী হয়েছে বড় ব্যবধানের হার।

ম্যাচের পর বিসিবি পরিচালক ফাহিম বললেন, ‘ম্যাচের ফল হিসাব করলে খুব হতাশার। সম্প্রতি পাকিস্তানে যেভাবে খেলে সাফল্য পেয়েছি, সে হিসাবে এমন পরাজয় খুবই হতাশার। ভারত খুব শক্তিশালী দল। ওদের শক্তির তুলনায় আমরা যথেষ্ট পিছিয়ে আছি সত্যি। তবে আমাদের সেরাটা দিতেও ব্যর্থ হয়েছি। প্রথম দিনের শেষ সেশনে খুব বাজে বোলিং করে তুলনামূলক রান বেশি দিয়ে ফেলেছি। সেখান থেকে শুরুর ছন্দটা হারিয়ে ফেলেছি। আমাদের ছন্দ ধরে রেখে খেলা উচিত ছিল।’

এই আক্রমণের বিপরীতে বাংলাদেশ যতটা প্রতিক্রিয়া, বিশেষত ইতিবাচক ইনটেন্ট দেখাতে পেরেছে, সেটা একটা অভিজ্ঞতা হিসেবে দেখছেন ফাহিম, ‘এ রকম শক্তিশালী দলের বিপক্ষে খেলা দারুণ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য। আক্রমণাত্মক বোলিংয়ের বিপক্ষে অভ্যস্ততা থাকা জরুরি। যেভাবে চ্যালেঞ্জটা আসে বোলারদের কাছ থেকে, সেটা মোকাবিলা করার মতো মানসিক স্কিল, শারীরিক স্কিলে কিছুটা ঘাটতি আছে আমাদের। এসব নিয়ে কাজ করতে হবে।’

এর সঙ্গে ফাহিম আরও যোগ করলেন, ‘আমরা যদি হঠাৎ প্রত্যাশা করি চ্যালেঞ্জের মুখে পড়ে কোনোভাবে পার পেয়ে যাব, ব্যাপারটা সহজ নয়। আমাদের গোড়া থেকে কাজ শুরু করতে হবে। দুর্বল জায়গাগুলোয় কাজ করতে হবে, যেন পরের চ্যালেঞ্জগুলোর জবাব দিতে পারি।’

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট