একেবারের ভারতীয় ইনিংসের শেষ দিকে এসে ঘটনাটা ঘটল। নিউইয়র্কের নবনির্মিত অস্থায়ী নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে অ্যাডিলেড থেকে আনা ড্রপ ইন উইকেটে কাল ভালো বাউন্সই দেখা গেছে। এই উইকেটে বাংলাদেশের হতশ্রী বোলিংয়ের মধ্যে দারুণ করছিলেন শরীফুল ইসলাম। ৩ ওভারে ১৯ রানে ১ উইকেট পেয়েছিলেন। হার্দিক পান্ডিয়াকে করা নিজের ও ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে পেলেন বল করার বাঁহাতেই (মধ্যমা ও বুড়ো আঙুলের মাঝে) চোট।
তীব্র ব্যথা নিয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছেন শরীফুল। ম্যাচ শেষে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম আজকের পত্রিকাকে জানালেন, শরীফুলের হাতে রক্ত ঝরেছে। তবে বাংলাদেশ সময় রাত দেড়টায় জানা যায়নি তাঁর হাতে কয়টা সেলাই লাগবে আসলে। নিউইয়র্কের একজন শল্যবিদের পরামর্শ নিয়ে তবেই শরীফুলের হাতের সেলাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
তবে হাতের যে অবস্থা দাঁড়িয়েছে, শরীফুলের হাতে সেলাই পড়ার সম্ভাবনা বেশি। আর এতেই তাঁকে নিয়ে সংশয় জেগেছে, ডালাসে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পাওয়া যাবে তো শরীফুলকে? একমাত্র যুক্তরাষ্ট্রের উন্নত চিকিৎসা ব্যবস্থার ওপর ভরসা করে তাঁকে নিয়ে এখনো আশা ছাড়ছে না বাংলাদেশ।
দলের ব্যাটিং দুর্দশার মধ্যে শরীফুলের চোট চিন্তা বাড়িয়েছে বাংলাদেশকে। তাসকিন আহমেদকে নিয়ে অনিশ্চয়তা, এখন শরীফুলের চোটও যদি গুরুতর হয়, ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পরীক্ষাটা আরও কঠিন হবে নিশ্চিত।